ভারতের নানা প্রান্তে অসংখ্য বাজার থাকলেও, দিল্লির খান বাজার (Khan Market) নিজেকে দেশের অন্য সব বাজার থেকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। এটি এমন একটি বাজার, যেখানে দোকান রাখার খরচ দেশের মধ্যে সবচেয়ে বেশি। এই কারণেই খান বাজারকে ভারতের সবচেয়ে দামি রিটেল বাজার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভাড়ার নিরিখে শীর্ষে: খান বাজারে এক বর্গফুট জায়গার জন্য একজন ব্যবসায়ীকে সারা বছরে প্রায় ২০ হাজার টাকা ভাড়া গুনতে হয়। ভারতের অন্য কোনও বাজারে দোকান ভাড়ার খরচ এত বেশি নয়। ব্যবসায়ীরা দোকানের সুনাম, ক্রেতার ভিড় এবং অবস্থানের গুরুত্ব মাথায় রেখেই এই বিপুল খরচ করতে মরিয়া থাকেন।
বিশ্বস্তরেও খান বাজারের স্থান: ভারতে প্রথম স্থানে থাকা এই খান বাজার এবার বিশ্বস্তরেও তার অবস্থান পাকা করে নিয়েছে। কুশমান অ্যান্ড ওয়েকফিল্ড (Cushman & Wakefield)-এর তৈরি করা সর্বশেষ তালিকা অনুযায়ী, খান বাজার বিশ্বের দামি রিটেল বাজারগুলির মধ্যে ২৪তম স্থানে জায়গা করে নিয়েছে।
এদিকে, তালিকার একদম শীর্ষে জায়গা করে বিশ্বের সবচেয়ে দামি রিটেল বাজারের তকমা পেয়েছে ব্রিটেনের লন্ডন শহরের নিউ বন্ড স্ট্রিট (New Bond Street)।