ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া (SIR) নিয়ে যখন রাজ্য-রাজনীতি উত্তাল, তখনই বিজেপি-কে সরাসরি নির্বাচনী চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভবিষ্যদ্বাণী করলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা ২০২১-এর তুলনায় একটি হলেও বাড়বে। অন্যদিকে, বিজেপি-র আসন সংখ্যা পঞ্চাশে নেমে আসবে।
এই বিস্ফোরক দাবিকে কেন্দ্র করে তিনি বিজেপি-কে একটি কঠিন শর্তও দেন।
‘হারলে ২ লক্ষ কোটি টাকা ছেড়ে দিন!’
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, তাঁর এই ভবিষ্যদ্বাণী না মিললে বিজেপি নেতারা যা বলবেন তিনি তা মেনে নেবেন। তবে তার আগে বিজেপি-কে তাঁর শর্ত গ্রহণ করতে হবে।
তিনি বলেন:
“আপনারা সর্বশক্তি নিয়ে ঝাঁপান। এর পরেও এসআইআর হলে ২০২১-এর তুলনায় তৃণমূল অন্তত একটি আসন হলেও বেশি পাবে। আর বিজেপি-র আসন সংখ্যা পঞ্চাশে টেনে নামাবো।”
তাঁর সরাসরি চ্যালেঞ্জ:
“বিজেপি নেতারা বাংলার দশ কোটি মানুষকে সাক্ষী রেখে বলুক যে গো হারা হারলে ২ লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব। চ্যালেঞ্জ গ্রহণ করলে বলুন! তা না হলে আপনারা যা বলবেন করব। খেলা আপনারা শুরু করেছেন, আমরা শেষ করব।”
‘দিল্লিতে ট্রেলার, এবার পুরো সিনেমা’
এসআইআর-এর সিদ্ধান্ত যে ভোটের আগে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতেই নেওয়া হয়েছে, সেই অভিযোগও তোলেন অভিষেক। তিনি বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিজেপি বলছে এসআইআর হলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে।’
তিনি বলেন, “চ্যালেঞ্জ করছি একটা নাম বাদ গেলে কী হবে? আগে দিল্লিতে ট্রেলার দেখিয়েছি। এবার পুরো সিনেমা দেখাব। বাংলা, মহারাষ্ট্র-উত্তরপ্রদেশ-গুজরাত নয়।”
এছাড়াও তিনি অসম-সহ অন্যান্য বিজেপি-শাসিত রাজ্যে কেন SIR হচ্ছে না, সেই প্রশ্ন তুলে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও পুনর্বার তুলে ধরেন। অভিষেকের এই চ্যালেঞ্জের পর ২০২৬-এর নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হলো।