দিনের বেলাতেও রাতের অন্ধকার, ‘ভূতুড়ে ঘরে’ই চলছে ‘মিড ডে মিল ও পঠন-পাঠন’!

মালদহের বামনগোলা ব্লকের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের টুকিপাড়া এলাকার একটি আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। দিনের বেলায়ও ঘরের ভেতর অন্ধকার, ছাদের কংক্রিট খসে পড়ছে এবং দেওয়ালের পলেস্তারা ঝরে পড়ছে। এমন বিপজ্জনক পরিস্থিতিতেই চলছে শিশুদের মিড-ডে মিল রান্না এবং পড়াশোনা।

গ্রামবাসীদের অভিযোগ, আইসিডিএস সেন্টারটির এই জরাজীর্ণ অবস্থা সম্পর্কে পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন পর্যন্ত বারবার জানানো হয়েছে। বহুবার ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক কর্মকর্তারা পরিদর্শনও করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্কারের কাজ শুরু হয়নি। গ্রামবাসীরা আশঙ্কা করছেন, যেকোনো মুহূর্তে ছাদ ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কোনো অঘটন ঘটার আগেই প্রশাসন দ্রুত ভবনটি পুনঃনির্মাণ করুক, এটাই তাদের প্রধান দাবি।

রাজ্য জুড়ে শিশু কল্যাণ ও স্বাস্থ্য খাতে একাধিক সরকারি প্রকল্প চালু থাকলেও, এই আইসিডিএস সেন্টারের দুর্দশা সেইসব প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঝুঁকিপূর্ণ পরিবেশে দিদিমণিরা শিশুদের জন্য নিয়মিত পড়াশোনা ও মিড-ডে মিলের ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি সম্পর্কে জানতে পেরে মালদহ জেলা আইসিডিএস প্রকল্প আধিকারিক অজয় কুমার বড়ুয়া দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু স্থানীয় বাসিন্দারা শুধু আশ্বাসে সন্তুষ্ট নন, তাঁরা দ্রুত কাজ শুরু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy