এবার ‘দিদিকে বলো’-র পর ‘দিদির পাঠশালা’ নামে এক নতুন উদ্যোগের সূচনা হতে চলেছে পুরুলিয়া শহরে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের বিনামূল্যে শিক্ষাদানের উদ্দেশ্যে এই অভিনব ভাবনা নিয়েছে পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস। ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে রাজবাঁধ এলাকায় কে সি পাল গোডাউনের পাশে এই পাঠশালা খোলা হচ্ছে।
পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরব সিং জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই এই পাঠশালার পথচলা শুরু হবে। অষ্টম ও নবম শ্রেণীর ৫০ জন করে ছাত্র-ছাত্রী নিয়ে দুটি আলাদা ব্যাচ তৈরি করা হবে। মূলত মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ুয়াদের প্রস্তুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠশালার শিক্ষকেরা গণিত, বিজ্ঞান এবং ইংরেজি এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিনামূল্যে শিক্ষাদান করবেন।
এই পাঠশালায় পড়াশোনার জন্য কোনো খরচ লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করা হবে। গৌরব সিং আরও বলেন, গরিব ও দুস্থ ছেলে-মেয়েরা যেন কোনোভাবেই পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই পাঠশালা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে যোগ্য শিক্ষার্থীদের বাছাই করার প্রক্রিয়া শুরু হয়েছে।
জেলা যুব তৃণমূলের এই প্রয়াস বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। সবার জন্য শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এই উদ্যোগ, বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য, একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।