দিঘা জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা দায়ের! মুখ পুড়ল বিজেপি নেতা-আইনজীবীর, বিরাট নির্দেশ হাইকোর্টের

দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ মামলাকারী কৌস্তুভ বাগচীকে উপযুক্ত তথ্য-প্রমাণ সহ নতুন করে মামলা দায়ের করার পরামর্শ দিয়েছে।

মামলাকারী, আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তুভ বাগচী মন্দিরের নির্মাণে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার অভিযোগ ছিল, মন্দির ট্রাস্টে অনুদান দিলে ঠিকানা হিসেবে হিডকো অফিসের নাম দেখানো হচ্ছে, যা সরকারি পরিকাঠামো ব্যবহার করে একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার ইঙ্গিত দেয়। এছাড়া, অনুদান দিলে আয়কর ছাড়ের কথা কেন বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আদালতের কাছে আবেদন করেন।

অতিরিক্ত হলফনামা নিয়ে বিতর্ক
এদিন মামলার শুনানিতে কৌস্তুভ বাগচী অতিরিক্ত হলফনামা জমা দিতে চাইলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তাতে আপত্তি জানান। তিনি বলেন, মামলার মাঝে এভাবে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার পদ্ধতিগত ত্রুটি রয়েছে। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত রায় দেয়, বর্তমান মামলার নথিতে কিছু ঘাটতি রয়েছে। তাই আদালত পুরোনো মামলাটি খারিজ করে দিয়ে কৌস্তুভ বাগচীকে নতুন করে আরও সুনির্দিষ্ট তথ্য এবং নথিপত্র দিয়ে মামলা দায়ের করার স্বাধীনতা দিয়েছে। এর ফলে দিঘা জগন্নাথ মন্দির নিয়ে আইনি লড়াই আরও দীর্ঘায়িত হতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy