ভক্তি ও শান্তির আদর্শ মেলবন্ধনে চলতি বছরেই উদ্বোধন হওয়া দিঘা জগন্নাথ ধাম ধর্মপ্রাণ মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছে। এবার জগন্নাথ দর্শনে আসা ভক্তদের জন্য আরও বড় সুখবর। এতদিন শুধুমাত্র শুকনো প্রসাদ কেনা বা বুকিং করে মহাপ্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকলেও, গত রবিবার থেকে মন্দিরেই বসে ভোগ গ্রহণের ব্যবস্থা চালু হয়ে গেল। নতুন বছর শুরুর আগেই এই পরিষেবা চালু হওয়ায় ধর্মপ্রেমী পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস বেড়েছে।
ভোগ গ্রহণের নিয়ম ও মেনু:
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একেবারে আধ্যাত্মিক পরিবেশে মন্দিরের সামনে বসে একসঙ্গে ২০০ জন মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এর জন্য ৫০টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে।
বুকিং পদ্ধতি: এই সুবিধার জন্য আগে থেকে বুকিং করা বাধ্যতামূলক। মন্দির কর্তৃপক্ষের দেওয়া 9059052550 নম্বরে যোগাযোগ করে বুকিং করতে হবে।
দুপুরের মহাপ্রসাদ: সেই দিন সকালের মধ্যে বুকিং করতে হবে।
সকালের প্রাতঃরাশ: আগের দিন রাতের মধ্যে বুকিং করতে হবে।
সন্ধ্যার মহাপ্রসাদ: সেই দিন বিকেলের মধ্যে বুকিং করতে হবে।
দুপুরের মেনু: মধ্যাহ্নভোজের তালিকায় থাকছে মোট আট রকমের পদ, যার মধ্যে পোলাও, খিচুড়ি, সাদা ভাত সহ বিভিন্ন রকমের সবজি ও সুস্বাদু মিষ্টান্ন অন্তর্ভুক্ত।
মন্দির কর্তৃপক্ষের সদস্য রাধারমন দাস বলেন, “এবার থেকে ভক্তরা মন্দিরের ভিতরেই আধ্যাত্মিক পরিবেশে প্রভু জগন্নাথের ভোগ গ্রহণ করতে পারবেন। চাহিদা বাড়লে আগামী দিনে আরও পরিকাঠামো বৃদ্ধি করা হবে।” প্রথম দিনে ৫৬ জন ভোগ গ্রহণ করেন, যা সোমবার বেড়ে ১০০ জনে পৌঁছেছে। এই নতুন ব্যবস্থা দিঘার পর্যটনে বাড়তি আকর্ষণ যোগ করেছে, ফলে ডিসেম্বর ও জানুয়ারি মাসে রেকর্ড ভিড়ের সম্ভাবনা তৈরি হয়েছে।