“দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক!” মোদির বিদেশ সফর নিয়ে কটাক্ষ, কেন্দ্রের তোপের মুখে মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বিদেশ সফর ঘিরে কটাক্ষ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তবে তাঁর মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রক এই মন্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন ও দুঃখজনক” বলে কড়া ভাষায় সমালোচনা করেছে।

সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে ভগবন্ত মান বলেন,“প্রধানমন্ত্রী কোথায় যেন গিয়েছিলেন— আমার মনে হয় ঘানায়। উনি নানা অদ্ভুত দেশে যান, ম্যাগনেশিয়া, গ্যালভেশিয়া, তারভেশিয়া… কে জানে কোথায় কোথায়! ১০ হাজার জনসংখ্যার দেশে গিয়ে তিনি ‘সর্বোচ্চ সম্মান’ পান, অথচ ১৪০ কোটির দেশে থাকেন না।”তিনি আরও কটাক্ষ করে বলেন, “এখানে তো একটা জেসিবি দেখতেই দশ হাজার লোক জড়ো হয়ে যায়, উনি ঠিক কী করছেন কেউ বোঝে না।”

এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,“গ্লোবাল সাউথের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন উচ্চপদস্থ রাষ্ট্রীয় প্রতিনিধির এই ধরনের হঠকারী মন্তব্য শোভনীয় নয়। কেন্দ্র এই ধরনের অযৌক্তিক মন্তব্য থেকে নিজেকে সরিয়ে রাখে, যা ভারতের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

মোদীর আন্তর্জাতিক সফর: সম্মান ও সম্পর্কের সেতুবন্ধন
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ থেকে ৯ জুলাই পর্যন্ত পাঁচটি দেশের সফরে ছিলেন।

তিনি গিয়েছিলেন ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, নামিবিয়া ও ব্রাজিল।

৬-৭ জুলাই ব্রিকস সম্মেলনে অংশ নিতে ব্রাজিল যান প্রধানমন্ত্রী।

দক্ষিণ-পশ্চিম আফ্রিকার নামিবিয়ায় মোদীকে ‘অর্ডার অফ দ্য মোস্ট অ্যাসিয়েন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিস’ সম্মানে ভূষিত করা হয়।

এর আগে ব্রাজিলে তাঁকে সম্মানিত করা হয় ‘দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস’ উপাধিতে।

এই সফরের মাধ্যমে মোদীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা দাঁড়াল ২৭টি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy