ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে নিজের সক্ষমতার প্রমাণ দেওয়ার পর এবার নতুন দায়িত্ব পেলেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। আসন্ন দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের ১৬ সদস্যের দলের নেতৃত্ব দেবেন এই ২৫ বছর বয়সী তারকা। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য দলের তালিকা বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।
শুভমন গিল ছাড়াও উত্তরাঞ্চলের দলে আরও তিন তারকা ক্রিকেটার রয়েছেন: অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং অংশুল কম্বোজ। এছাড়াও দলে রয়েছেন আয়ুষ বাদোনি, যশ ধূল এবং মায়াঙ্ক দাগার-এর মতো তরুণ প্রতিভারা। তবে এই দলে সুযোগ পাননি আরেক তারকা ক্রিকেটার অভিষেক শর্মা।
দলীপ ট্রফি শুরু হচ্ছে ২৮ আগস্ট থেকে, আর এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। যদি শুভমন গিল জাতীয় দলের এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ পান, তাহলে তার পক্ষে দলীপ ট্রফিতে খেলা কঠিন হবে। এই ধরনের পরিস্থিতির জন্য উত্তরাঞ্চল কর্তৃপক্ষ একটি বিকল্প পরিকল্পনা তৈরি করে রেখেছে। বিবৃতিতে জানানো হয়েছে, শুভমনের পরিবর্তে শুভম রোহিল্লাকে খেলানো হবে। একইভাবে, যদি অর্শদীপ সিং এবং হর্ষিত রানা জাতীয় দলে ডাক পান, তাহলে তাদের জায়গায় যথাক্রমে গুরনুর ব্রার এবং অনুজ থারকাল দলে যোগ দেবেন। এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে উত্তরাঞ্চল দল যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।
শুভমন গিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরি এবং মোট ৭৫৪ রান করে সকলের নজর কেড়েছিলেন। সিরিজ জিততে না পারলেও তার নেতৃত্বে শেষ টেস্টে ভারতের অভাবনীয় জয় সিরিজ ড্র করিয়েছিল। এবার দলীপ ট্রফিতে তার অধিনায়কত্ব কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।