“দমদম ওনাকে ছাড়া অচল”-অসুস্থতা কাটিয়ে ফিরেছেন সৌগত রায়, যা বললেন ব্রাত্য বসু

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর অবশেষে সুস্থ হয়ে উঠেছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি তাঁর বাড়িতে গিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে এই খবরটি সকলের সামনে এনেছেন। এই লাইভে ব্রাত্য সৌগত রায়ের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান এবং বলেন যে, তিনি দ্রুত দমদমের রাজনৈতিক ময়দানে ফিরতে চান।

ফেসবুক লাইভে ব্রাত্য বসু বলেন, “সৌগত রায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সারা ভারতবর্ষ জুড়ে তার অনেক অনুরাগী রয়েছেন, যারা তার খোঁজখবর জানতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আজ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, তিনি এখন অনেক ভালো আছেন।”

লাইভে সৌগত রায় জানান, তিনি এখন ভালো আছেন এবং তার ভালো ঘুম হচ্ছে। ব্রাত্য বসু আরও বলেন, “সৌগতদার ওজন অনেক কমে গিয়েছে, কিন্তু তাকে একদম ঝরঝরে ও ফ্রেশ লাগছে। আশা করছি, খুব শীঘ্রই আমরা তাকে দমদমে দেখতে পাব। দমদম সৌগত রায় ছাড়া অচল।” ব্রাত্যর সঙ্গে সৌগত রায়ের বাড়িতে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং বরানগরের কাউন্সিলর দিলীপনারায়ণ বসু।

সৌগত রায় বলেন, “দমদমে তৃণমূলের কোনো বিকল্প নেই। মমতারও কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন যে, যারা তৃণমূলে আছেন, তারা একটি পরিবারের মতো।

ব্রাত্য বসু সৌগত রায়ের মতো একজন নেতার সুস্থ হয়ে ওঠার জন্য আনন্দ প্রকাশ করে বলেন, “তার মতো নেতা দেশে অনেক কম আছেন। সৌগত রায় আবার স্বমহিমায় ফিরবেন।” এই লাইভের মাধ্যমে সাংসদের অনুরাগীরা তার সুস্থতার খবর পেয়ে আনন্দিত এবং তার দ্রুত রাজনীতিতে ফিরে আসার অপেক্ষায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy