ভারতের আবহাওয়া অধিদপ্তর (IMD) আগস্টের শুরুতে উত্তর ভারত ও মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান এবং পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু ও কাশ্মীর।
উত্তর ভারতে প্রবল বৃষ্টি ও বন্যার পরিস্থিতি
মধ্যপ্রদেশ ও রাজস্থান: মধ্যপ্রদেশে চম্বল নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় গোয়ালিয়র-চম্বল অঞ্চলের শত শত গ্রাম বন্যার কবলে পড়েছে। একই পরিস্থিতি রাজস্থানেও। সেখানে চম্বল এবং পার্বতী নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। ধোলপুরে চম্বল বিপদসীমার ১২ মিটার উপরে প্রবাহিত হওয়ায় অনেক এলাকা জলমগ্ন। ত্রাণ ও উদ্ধারের জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে।
উত্তর প্রদেশ ও দিল্লি: আজ উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের সাহারানপুর, মীরাট, গাজিয়াবাদ, আলিগড়-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, দিল্লির আকাশ দিনভর মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে।
হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিতে বিয়াস নদীর জল বাড়ছে, যার কারণে মানালি-লেহ রাস্তা ডুবে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। উত্তরাখণ্ডে ভূমিধস ও অতিবৃষ্টির কারণে দ্বিতীয় দিনের জন্য কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। এনডিআরএফ এবং এসডিআরএফ ১,১০০-এর বেশি যাত্রীকে সরিয়ে নিয়েছে এবং ৫,০০০-এর বেশি যাত্রী সোনপ্রয়াগে আটকে আছেন।
দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ
অন্যদিকে, স্বস্তির খবর দক্ষিণবঙ্গের জন্য। আজ থেকে বঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ২-৩ দিনে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।