ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! প্রেমিকার স্বামীকে খুন করতে এসে উল্টে নিজেই খুন হলেন যুবক, ছেলের সামনেই বন্ধুকে কোপ

ত্রিকোণ প্রেমের এক ভয়ঙ্কর পরিণতি দেখল হাওড়ার শিবপুর। প্রেমিকার স্বামীকে খুন করার ছক কষে এসে উল্টে সেই প্রেমিকের হাতেই খুন হলেন এক যুবক। খুনের পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন। শিবপুরের গণেশ মাঝি লেনের একটি আবাসনে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

অভিযোগ, ওই এলাকার এক আবাসনের চারতলায় বসবাসকারী বিকাশ চৌধুরীর স্ত্রীর সঙ্গে তাঁরই বন্ধু রবি শ্রীবাস্তবের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। কিছুদিন আগে বিকাশের স্ত্রী রবির সঙ্গে পালিয়ে যান। পরে ফিরে এলেও তিনি বিকাশের সঙ্গে আর থাকতেন না।

মদ্যপানের আসরে রক্তপাত
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফোনে রবি শ্রীবাস্তব ও বিকাশ চৌধুরীর মধ্যে বচসা এবং গন্ডগোল চলছিল। এই পরিস্থিতিতে রাতে রবি শ্রীবাস্তব আরও দু’জনকে সঙ্গে নিয়ে বিকাশের বাড়িতে আসেন। সেখানেই ঘরে বসে তাঁরা একসঙ্গে মদ্যপান শুরু করেন।

মদ্যপানের মধ্যেই শুরু হয় নতুন করে বচসা। অভিযোগ, একসময় রবি শ্রীবাস্তব বিকাশকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ করেন। ঠিক তখনই পাল্টা আক্রমণ করেন বিকাশ।

নিজের ছেলের সামনেই বিকাশ ধারালো অস্ত্র দিয়ে রবি শ্রীবাস্তবকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রবি।

খুন করার পরই সেখান থেকে পালিয়ে না গিয়ে বিকাশ চৌধুরী সোজা শিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ত্রিকোণ প্রেমের জেরে হওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় গণেশ মাঝি লেনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং রবির সঙ্গে আসা বাকি দু’জনের ভূমিকা খতিয়ে দেখছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy