মিশরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে তুর্কীর প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা শুনে হেসে ফেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। আন্তর্জাতিক মঞ্চে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এমন অপ্রত্যাশিত আলোচনা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।
সূত্রের খবর, সম্মেলনের ফাঁকে তুর্কীর প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দেখা হয় এবং তাঁদের মধ্যে গল্প চলতে থাকে। সেখানেই এরদোগান হঠাৎ করে মেলোনিকে বলেন, “তোমায় দারুণ লাগছে, তবে ধূমপান ছেড়ে দাও।”
এরদোগানের মুখ থেকে এই অপ্রত্যাশিত মন্তব্য শোনা মাত্রই ইতালির প্রধানমন্ত্রী মেলোনি হেসে অন্য দিকে মুখ ঘুরিয়ে নেন। পাশাপাশি বলতে শুরু করেন, “আমি জানি, আমি জানি (I know, I know)।”
অন্যদিকে, এরদোগানের এই মন্তব্য শুনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সজোরে হাসতে শুরু করেন। এই গোটা ঘটনার ভিডিওটি মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক মহলে ভাইরাল হয়ে যায়। যদিও এরদোগান কেন প্রকাশ্যে একজন রাষ্ট্রপ্রধানকে ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত এমন পরামর্শ দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ।