“তৃণমূলের শেষ সময় চলে এসেছে!” সুকান্তর হুঁশিয়ারিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, ২৬-এর আগে বড় ভাঙনের ইঙ্গিত?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই রণহুঙ্কার শুরু করে দিল বঙ্গ বিজেপি। ফের একবার শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একাধিক ইস্যুতে তৃণমূলের শাসনব্যবস্থাকে ‘তুলোধনা’ করে তিনি সাফ জানিয়ে দিলেন, এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।

সুকান্ত মজুমদারের দাবি, যে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের ওপর ভর করে তৃণমূল ক্ষমতায় টিকে আছে, সেই সমীকরণ এবার ওলটপালট হতে চলেছে। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেস যাদের ওপর ভরসা করছে, সেই সংখ্যালঘুরা আগামীতে তৃণমূলকে ভোট দেবে বলে আমার মনে হয় না।” তিনি আরও যোগ করেন যে, সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছেন যে তাঁদের কেবল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সুকান্ত বলেন, “সংখ্যালঘুদের শুধু বোমা বাঁধার কাজে লাগানো হয়, তাঁদের ঝামেলার কাজে ব্যবহার করা হয়। আর তার ফলস্বরূপ তাঁদের পরিবারের লোকেরাই শ্রীঘরে যায়।” বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। সুকান্ত আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে, ছাব্বিশের নির্বাচনের আগেই তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য মানুষ তৈরি হচ্ছে। সংখ্যালঘুরা যে আর ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে ব্যবহৃত হতে রাজি নন, সেই বার্তাই আজ স্পষ্ট করেছেন এই বিজেপি নেতা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy