উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যতম সংযোগকারী পথ সিউড়ি-তিলপাড়া ব্যারেজ এখন ভয়ংকর অনিশ্চয়তার মুখে। ময়ূরাক্ষী নদীর জলস্ফীতির কারণে জলাধারের ওয়াটার ডিভাইডারে বড়সড় ফাটল দেখা দিয়েছে। প্রাথমিকভাবে ছোট চির থেকে শুরু হওয়া এই ফাটল এখন মারাত্মক আকার ধারণ করেছে, যা এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।
দীর্ঘদিনের অবহেলা এবং নিয়মিত মেরামতির অভাবের ফলে বর্ষার দাপটে ব্যারেজের এই হাল হয়েছে বলে অভিযোগ। বর্তমানে জোর কদমে মেরামতির কাজ চলছে। কিন্তু লাগাতার বর্ষণ এবং ঝাড়খণ্ড থেকে আসা অতিরিক্ত জলের কারণে সেই কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ব্যারেজের সম্পূর্ণ মেরামতি আদৌ সম্ভব হবে কিনা।
এই বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, “সেচ দফতরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। ইঞ্জিনিয়াররা কাজ করছেন এবং ফাটল মেরামতের চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত এর সমাধান হবে।”
তবে বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। প্রবল বৃষ্টি, নদীর জলস্তর বৃদ্ধি এবং অসমাপ্ত নির্মাণের কারণে মেরামতির কাজ চালিয়ে যাওয়া এখন একপ্রকার অসম্ভব। যদি তিলপাড়া ব্যারেজ ভেঙে পড়ে, তবে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দিকেই এখন সবার নজর।