ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা যেন থামছেই না। বিশেষ করে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত শুনানির দিন চাহালের গায়ে থাকা ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’ (Be Your Own Sugar Daddy) লেখা টি-শার্টটি বড় বিতর্কের জন্ম দিয়েছিল। অনেকেই এটিকে ধনশ্রীর প্রতি চাহালের প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে দেখেছেন, কারণ তখন ধনশ্রীকে দেওয়া খোরপোশের অঙ্ক নিয়ে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছিল।
সম্প্রতি ইউটিউব চ্যানেলে রাজ শামানির সঙ্গে আড্ডায় ব্যক্তিগত জীবন, ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং সেই ভাইরাল টি-শার্ট নিয়ে অকপটে মুখ খুললেন চাহাল। ‘সুগার ড্যাডি’ টি-শার্ট প্রসঙ্গে প্রশ্নের জবাবে চাহাল বলেন, “আমি কোনো নাটক করতে চাইনি। আমি শুধু একটা মেসেজ দিতে চেয়েছিলাম এবং সেটা আমি টি-শার্টের মাধ্যমে দিয়েছি।”
‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’ লেখার পিছনের কারণ সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হলে, চাহাল হেসে জবাব দেন যে, “ওপাশ থেকে কিছু একটা হয়েছে, এবং আমি প্রথমে উত্তর দিতে চাইনি। কিন্তু তারপর কিছু ঘটল, এবং আমি ভাবলাম, ‘যথেষ্ট হয়েছে, এখন আমি কাউকে পরোয়া করি না। আমি কাউকে গালি দিইনি; আমি শুধু আমার বার্তা পৌঁছে দিতে চেয়েছি।”
এরপর খোরপোশ সম্পর্কে চাহাল স্পষ্ট জবাব দেন। জাতীয় দলের এই বোলার জানান, আলোচনার প্রক্রিয়াটি কঠিন ছিল, তবে তিনি “ভালো একটা ডিল করতে পেরেছেন”। শেষ পর্যন্ত চাহাল ধনশ্রীকে ৪.৭৫ কোটি টাকা খোরপোশ হিসেবে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে গুরুগাঁওয়ের একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা গাঁটছড়া বাঁধেন। কোভিড-১৯ মহামারীর সময় তাদের আলাপ হয়েছিল, যখন চাহাল ধনশ্রীর কাছে নাচ শিখতে গিয়েছিলেন। ২০২২ সালের জুনে তাদের আনুষ্ঠানিক বিয়ে হয়। তবে তাদের সম্পর্ক বেশিদিন টেকেনি এবং ২০২৫ সালের ৫ই ফেব্রুয়ারি পারস্পরিক সম্মতিতে ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানানোর পর আইনিভাবে তাদের পথ আলাদা হয়ে যায়।
বিবাহবিচ্ছেদের পর প্রথমে শোনা গিয়েছিল যে ধনশ্রীর তরফে নাকি ৬০ কোটি টাকা খোরপোশ চাওয়া হয়েছে। তবে এই অভিযোগ ধনশ্রীর পরিবারের তরফে সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে স্পষ্টভাবে খারিজ করে দেওয়া হয়েছিল। সেই বিবৃতিতে বলা হয়েছিল যে, খোরপোশের সংখ্যা নিয়ে যে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে, তাতে তারা গভীরভাবে ক্ষুব্ধ। বিবৃতিতে আরও বলা হয়, “আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের কোনো অর্থ কখনো চাওয়া হয়নি, দাবি করা হয়নি বা প্রস্তাবও দেওয়া হয়নি। এসব গুজবের কোনো সত্যতা নেই।”
বর্তমানে শোনা যাচ্ছে, চাহাল আরজে মাহভাশের সঙ্গে ডেটিং করছেন। সম্প্রতি চাহালের জন্মদিন পার্টিতেও মাহভাশ উপস্থিত ছিলেন। তাদের একসঙ্গে ঘন ঘন জনসমক্ষে উপস্থিতির কারণে চর্চা যদিও মুহুর্মুহু বাড়ছে।