ডিএ মামলায় সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন, উভয় পক্ষের সওয়াল-জবাবে উত্তাপ

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুরুতেই চাঞ্চল্য তৈরি হয়। বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ মামলার মূল সওয়াল শুরুর আগেই উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দেন।

বিচারপতির মূল প্রশ্ন:
বিচারপতি করোল বলেন, “মামলার নির্যাস শুরু করার আগে আমরা একটি বিষয় পরিষ্কার করতে চাই। হাইকোর্টের রায়ে ‘ফান্ডামেন্টাল রাইট’ বা মৌলিক অধিকার শব্দটি উঠে এসেছে। ডিএ কি আদৌ মৌলিক অধিকার হিসেবে গণ্য করা যায়? এই প্রশ্নে আপনাদের অবস্থান কী?”

উভয় পক্ষের জবাব:
বিচারপতির এই প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন যে, ডিএ কোনোভাবেই মৌলিক অধিকার নয়। তিনি বলেন, ডিএ-র পরিমাণ নির্ভর করে রাজ্যের আর্থিক সামর্থ্যের ওপর। অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা জানান যে, ডিএ একটি আইনানুগ অধিকার এবং এটি দীর্ঘদিন ধরে প্রাপ্য হিসেবেই বিবেচিত হয়ে আসছে। এই প্রাথমিক সওয়াল-জবাবের পরই মামলার মূল শুনানি শুরু হয়।

রাজ্য সরকারের সময় চেয়ে আবেদন:
এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পর রাজ্য সরকার আরও দুই মাসের সময় চেয়ে আবেদন করে। এর প্রেক্ষিতে আদালত জানিয়েছিল, প্রয়োজনে প্রতিদিন এই মামলার শুনানি হবে। আজকের কড়া প্রশ্ন সেই প্রেক্ষাপটেই এসেছে বলে মনে করা হচ্ছে।

বিক্ষোভকারীদের প্রতিক্রিয়া:
সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারের এই আবেদনকে তীব্র সমালোচনা করা হয়েছে। তাদের অভিযোগ, রাজ্যের মানুষের করের টাকা দিয়ে সরকার অন্য খাতে কোটি কোটি টাকা খরচ করলেও সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিচ্ছে না। বিক্ষোভকারীদের আশা, কলকাতা হাইকোর্ট এবং স্যাট (SAT)-এর মতো দেশের শীর্ষ আদালতও কর্মীদের পক্ষেই রায় দেবে। এখন সবার নজর সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy