ডিআরডিও-র সফল পরীক্ষা, শব্দের চেয়ে দ্রুত যুদ্ধবিমান থেকে পাইলটকে বের করে আনবে বিশেষ ইজেকশন সিস্টেম

দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভারতীয় বায়ুসেনার পাইলটদের সুরক্ষার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। অতি-গতিসম্পন্ন যুদ্ধবিমান, যা শব্দের চেয়েও দ্রুত চলে, সেখান থেকে কোনও আপৎকালীন পরিস্থিতিতে পাইলটকে সুরক্ষিতভাবে বাইরে নিয়ে আসার প্রযুক্তির সফল পরীক্ষা করল সংস্থাটি।

পাইলটের জীবন বাঁচানোর এই অত্যাবশ্যক প্রযুক্তি যাচাই করতে ডিআরডিও চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিকস রিসার্চ ল্যাবরেটরি (TBRL)-তে ‘হাইস্পিড রকেট স্লেড টেস্ট’ পরিচালনা করে। এই পরীক্ষা পদ্ধতিতে রেললাইনের ওপর দিয়ে উদ্দাম গতিতে ছুটে চলা রেল ট্র্যাক রকেট স্লেড ব্যবহার করা হয়।

পরীক্ষায় প্রমাণ করা হয় যে, আকাশে তীব্র গতিতে থাকা যুদ্ধবিমান থেকে পাইলটকে বের করার পর কীভাবে প্যারাসুট সঠিক হিসাব কষে নিয়ন্ত্রিত পদ্ধতিতে খুলে যাবে। যুদ্ধবিমানের যেখানে পাইলট বসেন, তার মাথার ওপরের ককপিটের স্বচ্ছ অংশটি ভেঙে টুকরো হয়ে বেরিয়ে যায় একটি ডামি। পুরো প্রক্রিয়াটিই অত্যন্ত নিয়ন্ত্রিত উপায়ে এবং নিখুঁত হিসাবে সম্পন্ন হয়। এই পরীক্ষা পুরোপুরি সফল হয়েছে।

ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা এবং ইন্সটিটিউট অফ এরোস্পেস মেডিসিন (IAM)-এর সদস্যরা পুরো পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন। ডিআরডিও-র এই বিশাল সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিনন্দন জানিয়েছেন। এই দেশীয় প্রযুক্তি ভারতীয় বায়ুসেনার সুরক্ষা এবং আত্মবিশ্বাসকে আরও জোরদার করবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy