রাতের প্রবল বৃষ্টির পর বুধবার সকালে এক সদ্যোজাত শিশুকন্যাকে পুরসভার ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে। হাওড়ার বালি এলাকার নিবেদিতা সেতুর নিচের পঞ্চাননতলা পুরসভার ডাস্টবিনে এই অমানবিক ঘটনাটি ঘটেছে। শিশুর কান্নার আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ও এক টোটোচালক তাকে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সকালে স্থানীয় বাসিন্দারা ডাস্টবিনের দিক থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। প্রথমে তারা কিছুটা হতবাক হন। পরে এক টোটোচালক ডাস্টবিনের কাছে পৌঁছলে দেখেন, সেখানে একটি শিশুকন্যাকে ফেলে রাখা হয়েছে। এরপর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বালির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে বালি থানার পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছায়।
এই অমানবিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিশুকন্যা হওয়ার কারণেই কি তাকে এভাবে ফেলে দেওয়া হয়েছে? পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং যে বা যারা এই নির্মম কাজটি করেছে, তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।