ডানকুনির একটি আবাসনে দীর্ঘদিন ধরে পর্ন ছবির কারবার চলত বলে অভিযোগ উঠেছে। শনিবার ডানকুনির পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মৃগালা মল্লিক পাড়ার একটি ফ্ল্যাট থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রাসেল সিকদার।
নাবালিকা নিয়ে বসবাস ও অভিযোগ
পুলিশ ওই ফ্ল্যাট থেকে রাসেলের সঙ্গে থাকা এক মহিলাকেও উদ্ধার করে, যাকে আপাতত হোমে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়:
-
স্বামী-স্ত্রী সেজে বসবাস: প্রায় চার বছর আগে রাসেল সিকদার এক নাবালিকাকে নিয়ে এই ফ্ল্যাটে ওঠে। স্থানীয়দের চোখে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবেই পরিচিত ছিল।
-
পর্ন ছবির অভিযোগ: রাসেল গ্রেফতার হওয়ার পরই এলাকায় অন্য তত্ত্ব উঠে আসে। একাংশ তাঁর বিরুদ্ধে নীল ছবির কারবারের অভিযোগ তুলেছে। অভিযোগ, সে ফ্ল্যাটের মধ্যে পর্ন ভিডিয়ো তৈরি করে টাকা উপার্জন করত।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় স্তরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।