ঠাকুরবাড়িতে দুই মতুয়া গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় অবশেষে প্রথম গ্রেফতারি করল রাজ্য পুলিশ। ধৃতের নাম বরুণ বিশ্বাস, তিনি বাগদা থানার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ঘটনার প্রেক্ষাপট: সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করেছিলেন যে, অনুপ্রবেশকারীদের তাড়াতে যদি এক লক্ষ মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তবে তাতে কোনো ক্ষতি নেই। এই মন্তব্যের প্রতিবাদে গতকাল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মতুয়ারা (মমতাবালা ঠাকুরের অনুগামী) শান্তনু ঠাকুরের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, শান্তনু ঠাকুরের অনুগামীরা মতুয়া ভক্ত ও মহিলাদের মারধর এবং শ্লীলতাহানি করেছে।
গ্রেফতারি ও দু’পক্ষের দাবি: মমতাবালা ঠাকুরের অনুগামীদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ বরুণকে গ্রেফতার করেছে। যদিও ধৃতের দাবি, ঘটনার সময় তিনি ঠাকুরবাড়িতে উপস্থিত ছিলেন না এবং তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই গ্রেফতারিকে স্বাগত জানিয়ে মমতাবালা ঠাকুর বলেন, “প্রশাসন দারুণ কাজ করেছে, বাকিদেরও দ্রুত ধরা হোক।” অন্যদিকে, শান্তনু ঠাকুরের অনুগামীদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।