ট্রেনের 1st এসি কামরা থেকে বিদেশি পর্যটকের ব্যাগ চুরি, ঘুমের মধ্যেই হলো সর্বনাশ!

দিল্লি থেকে যোধপুরগামী মান্দোর এক্সপ্রেসে জয়পুর থেকে ওঠা দুই বিদেশি পর্যটকের ব্যাগ চুরি হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেনটির সবচেয়ে সুরক্ষিত বলে পরিচিত প্রথম শ্রেণির এসি কামরা থেকে ২ লক্ষ টাকা নগদ, অ্যাপল এয়ারপড, অ্যাপল পেনসিল এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সহ ব্যাগ দুটি উধাও হয়ে যায়।

জয়পুর থেকে ট্রেনটি ছাড়ার পর দুই পর্যটক কিছুক্ষণ ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙতেই তাঁরা দেখেন তাঁদের ব্যাগগুলো নেই। এরপরই তাঁরা ট্রেনের টিকিট পরীক্ষক এবং সুরক্ষা আধিকারিকদের বিষয়টি জানান। ট্রেনটি যোধপুর স্টেশনে পৌঁছলে তাঁরা রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর কাছে একটি এফআইআর দায়ের করেন।

এই ঘটনায় আরপিএফ-এর পাশাপাশি রেল কর্তৃপক্ষও নড়েচড়ে বসেছে। অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিকাশ খেড়া নিজে পর্যটকদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের খোয়া যাওয়া জিনিসপত্র দ্রুত খুঁজে বের করার আশ্বাস দেন। বিকাশ খেড়া এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, “যেহেতু প্রথম শ্রেণির এসি কামরা সবসময় জিআরপি-র নজরদারিতে থাকে, এমন একটি সুরক্ষিত কামরা থেকে কীভাবে ব্যাগ চুরি হল, তা ভাবনার বিষয়।” তিনি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

ইতিমধ্যেই কামরার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই চুরির ঘটনা রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy