ট্রেনের ভেতরেই মিলবে বাঙালি ও অসমীয়া খাবার,বদলে যাচ্ছে পূর্ব ভারতের রেল পরিষেবা

ভারতীয় রেলের মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। এবার ট্রেনের চেয়ারে বসে ঘণ্টার পর ঘণ্টা কষ্ট করার দিন শেষ, আসতে চলেছে কাঙ্ক্ষিত ‘বন্দে ভারত স্লিপার’। আগামী ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গ থেকেই দেশের প্রথম এই অত্যাধুনিক ট্রেনের শুভ সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা থেকে এই যাত্রা শুরু হওয়ার পরদিন, অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে হাওড়া-গুয়াহাটি রুটে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে।

আরামদায়ক রাতের সফর: যাত্রী পরিষেবায় বড় চমক

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে সংযোগ স্থাপনকারী এই ট্রেনটি হবে দ্রুত ও অত্যন্ত আরামদায়ক। বিশেষ করে ব্যবসায়ী এবং পর্যটকদের কথা মাথায় রেখেই রাতের এই সফরের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে যাত্রীরা বিলাসবহুল অভিজ্ঞতার স্বাদ পাবেন।

ট্রেনের ভেতরের বিন্যাস ও যাত্রী সক্ষমতা

বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকছে। এর মধ্যে:

  • ১১টি থ্রি-টায়ার এসি (৬১১টি বার্থ)

  • ৪টি টু-টায়ার এসি (১৮৮টি বার্থ)

  • ১টি ফার্স্ট এসি কোচ (২৪টি বার্থ) মোট ৮২৩ জন যাত্রী একসঙ্গে এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। ট্রায়াল রানে এই ট্রেনটি ১৮০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত গতি তুললেও, হাওড়া-গুয়াহাটি রুটে এটি ১৩০ কিমি গতিতে চলবে।

কত খরচ হবে পকেটের? (ভাড়ার তালিকা)

মধ্যবিত্তের সাধ্যের কথা মাথায় রেখে ভাড়ার চার্ট তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ভাড়ার মধ্যেই খাবারের খরচ যুক্ত থাকবে।

  • থ্রি-টায়ার এসি: প্রায় ২,৩০০ টাকা।

  • টু-টায়ার এসি: প্রায় ৩,০০০ টাকা।

  • ফার্স্ট এসি: প্রায় ৩,৬০০ টাকা।

অত্যাধুনিক প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থা

নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হয়নি। ট্রেনটিতে থাকছে ‘কবচ’ (Kavach) প্রযুক্তি, যা সংঘর্ষ এড়াতে সাহায্য করবে। এ ছাড়াও থাকছে:

  • স্বয়ংক্রিয় দরজা ও উন্নত সাসপেনশন।

  • জীবাণুনাশক প্রযুক্তির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা (৯৯.৯% জীবাণু ধ্বংসকারী ব্যবস্থা)।

  • জরুরি অবস্থায় কথা বলার জন্য ‘টক-ব্যাক’ সিস্টেম।

পালে যোগ হচ্ছে রসনা তৃপ্তি

ভ্রমণের একঘেয়েমি কাটাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে খাবারে। কলকাতা থেকে যাত্রার সময় পরিবেশন করা হবে সুস্বাদু বাঙালি খাবার, আর গুয়াহাটি থেকে ফেরার পথে যাত্রীরা পাবেন খাঁটি অসমীয়া পদের স্বাদ।

রেলমন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন যে, চলতি বছরের মধ্যে আরও ১২টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হবে। অর্থাৎ, আগামী দিনে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন বিপ্লব আসতে চলেছে, যার কেন্দ্রবিন্দুতে থাকছে বাংলা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy