গাজা শান্তি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপস্থিত থাকলেও, তাঁর অনুপস্থিতি ঢাকলেন বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প শুধু মোদীর প্রশংসায় পঞ্চমুখ হননি, তিনি ভারত ও পাকিস্তান যে একসঙ্গে শান্তিতে থাকবে, সেই ঘোষণাও করে দেন। আর ঠিক তার পরেই ঘটে যায় এক নাটকীয় ঘটনা, যা মুহূর্তে ভাইরাল।
ট্রাম্প যখন ভারত-পাকিস্তান শান্তি নিয়ে কথা বলছিলেন, তখন তিনি সরাসরি স্টেজের পিছনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে ঘুরে তাকান। তাঁকে জিজ্ঞাসা করেন, “এমনটাই হবে তো?” মার্কিন প্রেসিডেন্টের এই প্রশ্নের উত্তরে শেহবাজকে ‘বিনয়ী শিশুর’ মতো মাথা নেড়ে সম্মতি জানাতে দেখা যায়। এই দৃশ্য দেখে উপস্থিত সকলের মধ্যে হাসির রোল ওঠে এবং দ্রুত এই ভিডিয়োটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
ট্রাম্প কী বলেন?
নিজের বক্তৃতায় ট্রাম্প হেসে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “ভারত এক মহান দেশ, যেখানে আমার খুব ভালো বন্ধু রাষ্ট প্রধানের দায়িত্বে রয়েছেন এবং তিনি দারুণ কাজ করছেন। আমার মনে হয় পাকিস্তান এবং ভারত একসঙ্গে মিলে ভালোভাবে থাকবে।” তিনি আরও যোগ করেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে চাইলে ভালো বন্ধুদের একসঙ্গে কাজ করতে হবে। এরপরই তিনি শেহবাজ শরিফের দিকে তাকিয়ে সেই ‘ভাইরাল প্রশ্ন’টি করেন।
বিশেষ তাৎপর্যপূর্ণ বার্তা
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বের তাবড় রাষ্ট্রনেতার মাঝে দাঁড়িয়ে মোদীর এই প্রশংসা বিশেষভাবে ইঙ্গিতবাহী। এটি আদতে মোদী-ট্রাম্পের বন্ধুত্বের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ঘুচে যাওয়ার বার্তা, যা ভারতের কূটনীতির পক্ষে নিঃসন্দেহে সুখকর।
যদিও এই সম্মেলন মোদী নিজে উপস্থিত হননি, ভারতের হয়ে যোগ দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ভারত সরকারের তরফে গাজার শান্তি প্রক্রিয়ার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।