আমেরিকায় বসবাসকারী এক ভারতীয় পরিবার তাঁদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের জন্য যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞের আগুন দেখে প্রতিবেশীরা আগুন লেগেছে ভেবে জরুরি পরিষেবা ৯১১ নম্বরে ফোন করে দেন। ফলে মুহূর্তেই দমকলের একটি দল রণসাজ নিয়ে হাজির হয় সেই বাড়িতে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে টেক্সাসে। ভারতীয় বংশোদ্ভূত একটি পরিবার তাঁদের নতুন কেনা বাড়িতে ঐতিহ্যবাহী হোম বা যজ্ঞের মাধ্যমে পুজোপাঠ শুরু করেন। যজ্ঞের জন্য যে সামান্য আগুন জ্বালানো হয়, সেটি দেখে তাঁদের কোনো এক প্রতিবেশী ভুল করে ভাবেন যে বাড়িতে আগুন লেগেছে। দেরি না করে তিনি সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেন।
Firefighters Mistake Indian Havan for Emergency in Texas
An Indian-American family’s housewarming havan in Bedford, Texas triggered a fire department response after neighbors saw smoke and called 911. The Bedford Fire Department arrived, only to find a peaceful ritual taking… pic.twitter.com/1XGqeZov8F
— Asianet News English (@AsianetNewsEN) August 5, 2025
খবর পেয়ে দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু বাড়ির ভেতরে ঢুকে তাঁরা দেখেন, সেখানে কোনও বিপদ ঘটেনি। বরং পরিবারের সদস্যরা শান্তিতে মন্ত্র পাঠ করে ধর্মীয় রীতিনীতি পালন করছেন। ভুল বুঝতে পেরে দমকল কর্মীরা হাসিমুখে ওই পরিবারকে কোনো রকম বাধা না দিয়েই সেখান থেকে চলে যান।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা বাড়ির ভিতরে প্রবেশ করছেন এবং যজ্ঞের পরিবেশ দেখে নিজেদের ভুল বুঝতে পারছেন। এরপর তাঁরা চলে যাওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছেন, তখন ওই পরিবারের একজন সদস্য তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন। এই ধরনের সাংস্কৃতিক ভুল বোঝাবুঝি নিয়ে নেটিজেনরা বিভিন্ন ধরনের মজাদার মন্তব্য করছেন। এই ঘটনাটি প্রমাণ করে যে ভিন্ন সংস্কৃতিতে বসবাস করার সময় কিছু সময় অপ্রত্যাশিত ও মজার ঘটনার সম্মুখীন হতে হয়।