টি-২০ বিশ্বকাপ শুরু হতে হাতে সময় নেই ২০ দিনও, অথচ এর মাঝেই ক্রিকেট বিশ্বে ঘনিয়ে এল কালো মেঘ। টুর্নামেন্টের অন্যতম দাবিদার বাংলাদেশ আদৌ বিশ্বকাপে নামবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিসিবির ভারতের মাটিতে খেলতে না চাওয়ার অনড় মনোভাবে ক্ষুব্ধ আইসিসি (ICC)। সূত্রের খবর, জয় শাহের নেতৃত্বাধীন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে—হয় ভারতে খেলতে হবে, না হলে বিদায় নিতে হবে।
বিবাদের মূলে আইপিএল ও মুস্তাফিজুর: সব ঝামেলার সূত্রপাত আইপিএলে কেকেআর দল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। এর পরেই হঠাৎ করে বাংলাদেশে ভারত-বিদ্বেষী হাওয়া বইতে শুরু করে। প্রথমে বিসিবি নিরাপত্তার অজুহাত দিলেও বিসিসিআই এবং আইসিসি পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেয়। এরপর বিসিবি দাবি করে, ভারতে ‘বাংলাদেশ বিদ্বেষ’ কাজ করছে এবং তারা অপমানিত বোধ করছে।
আইসিসির কড়া অবস্থান ও বিকল্প চিন্তা: বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বা গ্রুপ বদলের আবেদন করেছিল। কিন্তু আইসিসি সেই সব আবেদন সপাটে খারিজ করে দিয়েছে। সাফ জানানো হয়েছে, বাংলাদেশের জন্য টুর্নামেন্টের সূচি বদল করা হবে না। যদি বাংলাদেশ খেলতে না আসে, তবে তাঁদের জায়গায় ‘স্কটল্যান্ড’-কে অন্তর্ভুক্ত করার প্রাথমিক প্রস্তুতিও সেরে রেখেছে আইসিসি।
পাশে দাঁড়িয়েছে পাকিস্তানও: এই ডামাডোলের মধ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তাদের ‘নতুন বন্ধু’ পাকিস্তান। পিসিবি দাবি করেছে, বাংলাদেশের দাবি না মানা হলে তারাও বিশ্বকাপ বর্জন করতে পারে। যদিও বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানিয়েছেন, আইসিসি তাদের কোনো চূড়ান্ত ডেডলাইন দেয়নি এবং আলোচনার পথ খোলা আছে। তবে বুধবারের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।