ভারতীয় মুদ্রাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। MPC বৈঠকের পর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ভবিষ্যতে একাধিক প্রতিবেশী দেশে বাণিজ্যিক লেনদেন আরও সহজে ভারতীয় মুদ্রায় করার পথ প্রশস্ত করা হচ্ছে। এর ফলে ওই দেশগুলোর অর্থনীতিতে ভারতীয় মুদ্রার গুরুত্ব বাড়বে।
গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় সরকার বিশ্ব বাণিজ্যে রুপির ব্যবহার বাড়ানোর পক্ষে সুর চড়িয়েছে। আরবিআই-এর সাম্প্রতিক ঘোষণা সেই পরিকল্পনারই অংশ।
ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার জন্য বড় ঘোষণা
রুপিকে স্থিতিশীল ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করতে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন সঞ্জয় মালহোত্রা:
১. লোন এক্সটেনশন: এখন থেকে ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কার নন-রেসিডেন্টরা ভারতীয় মুদ্রায় তাঁদের লোনের সময়সীমা বাড়াতে বা এক্সটেনশন করতে পারবেন। এর জন্য বিভিন্ন অনুমোদিত ডিলার ব্যাঙ্ককে (Authorised Dealer Banks) অনুমতি দিয়েছে RBI।
২. বাণিজ্যিক লেনদেন: এই তিনটি দেশে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন লেনদেন করা যাবে সরাসরি ভারতীয় মুদ্রায় (INR)। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় ভারত যে পরিমাণ পণ্য রপ্তানি করে, তার ৯০ শতাংশই হয় এই দেশগুলিতে, যার পরিমাণ প্রায় ২,৫০০ কোটি ডলার।
রুপির শক্তি বাড়াতে নতুন রেফারেন্স রেটিং সিস্টেম
ভারতীয় মুদ্রার শক্তি বাড়াতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের পথ প্রশস্ত করতে রিজ়ার্ভ ব্যাঙ্ক একটি নতুন পরিকল্পনার কথা জানিয়েছে। RBI এবার ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যসঙ্গী যে সমস্ত দেশ, তাদের মুদ্রার সঙ্গে ভারতীয় মুদ্রার একটি রেফারেন্স রেটিং সিস্টেম (Reference Rating System) তৈরির পরিকল্পনা করেছে। এটি বাস্তবায়িত হলে বিভিন্ন দেশের সঙ্গে ভারতীয় মুদ্রায় বাণিজ্য করা অনেক সহজ হবে।
SRVA-এর ব্যবহার বৃদ্ধিতে উদ্যোগ
রিজ়ার্ভ ব্যাঙ্ক স্পেশ্যাল রুপি ভস্ত্রো অ্যাকাউন্টস (SRVA)-এর ব্যালেন্সের ব্যবহার বৃদ্ধির জন্যও নতুন প্রস্তাব দিয়েছে।
বর্তমানে এই অ্যাকাউন্টের ব্যালেন্স সাধারণ ট্রেড সেটেলমেন্টের কাজে ব্যবহৃত হয়। কিন্তু আগামী দিনে এই ব্যালেন্সের মাধ্যমে কর্পোরেট বন্ডস এবং কমার্শিয়াল ক্ষেত্রে বিনিয়োগের সুবিধা দিতে সুপারিশ করেছে RBI। এর আগে আগস্ট মাসে এই অ্যাকাউন্টের টাকাকে সেন্ট্রাল গভর্মেন্ট সিকিউরিটিজ়ে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছিল।