স্বামী-স্ত্রীর নিত্যদিনের পারিবারিক অশান্তি কর্নাটকের কপ্পালে এক নির্মম পরিণতি ডেকে আনল। ঝগড়ার জেরে মহাদেবী নামে এক স্ত্রী তাঁর স্বামী রমেশ (৫০)-কে একটি কাঠের পেষক (মুগুর) দিয়ে আঘাত করে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মুনিরাবাদ পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে এবং অভিযুক্ত মহাদেবীকে হেফাজতে নিয়েছে।
প্রতিশোধের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, স্বামী রমেশ স্ত্রীকে টাকা দিতেন না, এই নিয়েই তাদের মধ্যে বিবাদ ছিল। তবে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে অন্য একটি চাঞ্চল্যকর দিক সামনে এসেছে।
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে মহাদেবী স্বীকার করেছেন যে, তাদের ঝগড়ার প্রধান কারণ ছিল রমেশের অসহনীয় চাপ ও হয়রানি। রমেশ প্রায়ই তাঁর স্ত্রীকে অশ্লীল ভিডিও দেখাতেন এবং তাঁকে সেগুলির অনুকরণ করতে চাপ দিতেন। এই বিষয়টি নিয়েই দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল।
পুলিশ বলছে, ঘটনার রাতে অশান্তি চরমে উঠলে রমেশ তাঁর স্ত্রীকে আক্রমণ করেন। দিনের পর দিন ধরে স্বামীর এই যৌন হয়রানি ও মানসিক চাপ সহ্য করতে না পেরে মহাদেবী শেষ পর্যন্ত কাঠের মুগুর দিয়ে রমেশকে আঘাত করেন। আঘাতে রমেশ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং পরে তাঁর মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার রাতে তাদের বাড়িতে তীব্র ঝগড়া হয়েছিল। মুনিরাবাদ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনের আসল কারণগুলো খতিয়ে দেখছে।