ঝাড়গ্রামে হনুমানের তাণ্ডব, ক্লাসরুমে ঢুকে শিক্ষকের গালে কামড়, আতঙ্কিত পড়ুয়া-শিক্ষকরা

ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া অঞ্চলে হনুমানের লাগাতার তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। গত কয়েক দিনে অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। সর্বশেষ ঘটনাটি ঘটেছে মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলে, যেখানে ক্লাসরুমে ঢুকে এক হনুমান সংস্কৃত শিক্ষক গোবর্দ্ধন ভুঁইয়াকে আচমকাই গালে কামড় দিয়ে গুরুতর জখম করেছে। এই ঘটনা স্কুল চত্বরে এবং গোটা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

ক্লাসরুমের ঘটনা: শিক্ষকের উপর হামলা

ঘটনার সময় অষ্টম শ্রেণির ষষ্ঠ পিরিয়ডের ক্লাস চলছিল। হঠাৎ করেই একটি হনুমান ক্লাসরুমে ঢুকে শিক্ষকের টেবিলের উপর বসে পড়ে। ছাত্রছাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই হনুমানটি আচমকাই শিক্ষক গোবর্দ্ধন ভুঁইয়ার গালে আঁচড় মারে। মুহূর্তে তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। দ্রুত অন্যান্য শিক্ষকরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মনতাজ আলী জানান, গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের বটগাছটিতে প্রায় ৮-১০টি হনুমান দেখা যাচ্ছে। এর আগেও ক্লাস চলাকালীন হনুমানরা স্কুল প্রাঙ্গণে ঘোরাফেরা করেছে, তবে এমন মারাত্মক হামলার ঘটনা এই প্রথম। স্কুলের পক্ষ থেকে বন দফতরকে বিষয়টি জানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন দফতরের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ

বন দফতর সূত্রে জানা গেছে, মানিকপাড়ায় একটি হনুমান বেশ কিছুদিন ধরেই মানুষকে হেনস্থা করছে। তাকে ধরার চেষ্টা করেও এখনও পর্যন্ত সফল হওয়া যায়নি। এই বিষয়ে মানিকপাড়া রেঞ্জের বন আধিকারিক সব্যসাচী হাজরা জানান, স্কুলে হনুমানের আক্রমণের ঘটনাটি তাঁর জানা ছিল না। দ্রুত তদন্ত করে দেখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

তবে স্থানীয় মানুষের অভিযোগ, বন দফতরের তরফে হনুমানগুলিকে অন্যত্র ফেরানো বা সেগুলির গতিবিধির উপর নজরদারি রাখার জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে ক্ষোভ বাড়ছে। স্কুলে আসা ছাত্রছাত্রী এবং শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কের মধ্যে স্কুলে আসছেন।

এই বিষয়ে জেলা শাসক সুনীল আগরওয়াল বলেন, “বিষয়টি নজরে আছে। তিনি বন দফতরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।” স্কুলের পক্ষ থেকে হনুমান ধরার জন্য একটি খাঁচাও পাতা হয়েছে, তবে এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় রয়েছে। স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে এই হনুমানের তাণ্ডব থেকে তাঁরা মুক্তি পান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy