জোহানেসবার্গে রক্তক্ষয়ী রবিবার! উৎসবের রাতে পানশালায় বন্দুকবাজের হানা, গুলিতে খতম ১০

উৎসবের মরশুমে ফের রক্তগঙ্গা বইল দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বেকার্সডেলের একটি পানশালায় রবিবার রাত ১টা নাগাদ হামলা চালায় একদল বন্দুকবাজ। লরি ও সোনার খনি সমৃদ্ধ এই অঞ্চলের ওই পানশালায় তখন উপস্থিত ছিলেন বহু শ্রমিক। আচমকাই বন্দুকবাজরা ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আফ্রিকান গোয়েন্দা সংস্থাগুলির প্রাথমিক সূত্রের বরাত দিয়ে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, এই হামলার নেপথ্যে থাকা আততায়ী পাকিস্তানি বংশোদ্ভূত হতে পারে। তবে পুলিশ বা প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্যের কথা জানায়নি। এর আগে গত ৬ ডিসেম্বর প্রেটোরিয়ার কাছে একটি হস্টেলে বন্দুকবাজের হামলায় ৩ বছরের শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছিলেন। ১৫ দিনের ব্যবধানে এই দ্বিতীয় হামলায় দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা ও অবৈধ অস্ত্র ব্যবসা নিয়ে ফের আতঙ্ক ছড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy