‘জেলখানায় মৃত্যু’ গুজব, জীবিত ফিরলেন ইমরান খান! কেন চেপেছিল পাক সরকার-সেনা?

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত এবং সুস্থ আছেন। প্রায় চার সপ্তাহ ধরে তাঁর জেলে মৃত্যুর যে গুজব চলছিল, মঙ্গলবার সন্ধ্যায় তা মিথ্যা প্রমাণিত হলো। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে ইমরানের বোন উজমা খান আদিয়ালা জেলে তাঁর সঙ্গে দেখা করার পর এই খবর নিশ্চিত করেন। এই সাক্ষাৎে সব জল্পনার অবসান ঘটলেও, প্রশ্ন উঠেছে—কেন পাকিস্তান সরকার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির প্রায় এক মাস ধরে এই গুজব চলতে দিলেন?

রাওয়ালপিন্ডির কুখ্যাত আদিয়ালা জেল, যার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোকে ফাঁসি দেওয়ার ঘটনা। ৪৬ বছর পর, আবারও এই জেলেই দীর্ঘ দুই বছর ধরে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু গত চার সপ্তাহ ধরে জেল থেকে তাঁর কোনো খবর না আসায়, পরিস্থিতি চরম আকার নেয়।

ভুট্টোর পরিণতির ভয়: কেন আতঙ্কিত পিটিআই?

ইমরান খানের ছেলে কাসিম খান পর্যন্ত আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই, যা পাক সরকার বা সেনাবাহিনীর কাছে থাকলে তা জনসমক্ষে আনা উচিত। এই গুজবের কারণে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল, পরিবার এবং সমর্থকরা উদ্বিগ্ন ছিল যে, আদিয়ালা জেলে বুঝি জুলফিকার আলি ভুট্টোর ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। সত্য জানতে চেয়ে পিটিআই সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভও শুরু করে।

ইমরান বনাম আসিম মুনির: ব্যক্তিগত রেষারেষি?

পাকিস্তানের ভেতরের খবর অনুযায়ী, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরই ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পেছনে রয়েছে দুইজনের দীর্ঘদিনের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা।

  • প্রতিশোধ: ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি মেয়াদ পূরণের আগেই আসিম মুনিরকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন।

  • অন্যান্য অভিযোগ: আসিম মুনিরের অভিযোগ, ইমরান খান তাঁকে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান হতে দেননি।

ধারণা করা হচ্ছে, এই ব্যক্তিগত রেষারেষির কারণেই সেনাপ্রধান তাঁর ক্ষমতা ব্যবহার করে ইমরানকে দীর্ঘ সময় ধরে লোকচক্ষুর আড়ালে রাখার ব্যবস্থা করেছেন। এর আগেও এই বছরের মে মাসে, আদিয়ালা জেল থেকে ইমরানকে হত্যার গুজব ছড়িয়েছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy