‘জুবিন গর্গের গান চালাও!’ এই অনুরোধই কাল হলো যুবকের, দুর্গাপূজার প্যান্ডেলে নির্মমভাবে পিটিয়ে খুন

দুর্গাপূজার (Durga Puja 2025) আনন্দের আবহের মধ্যেই রক্তাক্ত ঘটনা ঘটল গুয়াহাটিতে (Assam Guwahati)। সদ্য প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) গান বাজানোর অনুরোধ করায় পূজা প্যান্ডেলেই এক যুবককে বেধড়ক পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে গুয়াহাটির বামুনিমইদাম এলাকার কালিবাড়ি জাগৃতি সংঘ রেলওয়ে কলোনি পুজো মণ্ডপে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম অবিনাশ রাজক (২৬)।

সামান্য অনুরোধেই চরম পরিণতি
প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, মণ্ডপে নাচের সময় অবিনাশ ডিজে বা মিউজিক সিস্টেমে জুবিন গর্গের গান বাজানোর অনুরোধ করেছিলেন। অভিযোগ, সেই সময় সুজিত সরকার ও রাতুল বরা নামে দুই যুবকের নেতৃত্বে থাকা ২০-২৫ জনের একটি দল অবিনাশের ওপর চড়াও হয়। শুরু হয় তাঁকে বেধড়ক মারধর।

গুরুতর জখম অবস্থায় অবিনাশকে গীতানগরের কেজিএমটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবিনাশের পরিবারের পক্ষ থেকে চাঁমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে খুনের তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে গুয়াহাটি পুলিশ।

একই দিনে ডিব্রুগড়ে বিসর্জন মিছিলে ছুরি হামলা, মাদক বিক্রির বিরোধিতাই কারণ?
অসমজুড়ে উৎসবের আবহের মধ্যেই একই দিনে আরও এক সহিংস ঘটনা ঘটেছে ডিব্রুগড়ে। দুর্গাপূজার প্রতিমা বিসর্জন মিছিলে এক যুবককে ছুরি মেরে জখম করা হয়েছে বলে অভিযোগ।

আহতের নাম আশিস পাণ্ডে, যিনি বর্তমানে অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (AMCH) চিকিৎসাধীন। হাসপাতালের বিছানা থেকেই আশিস অভিযোগ করেন, স্থানীয় এক ব্যক্তি সুজিত শাহ তাঁকে ডেকে নিয়ে গিয়ে আক্রমণ করে।

আশিস বলেন, “আমরা আগেও ওর মাদক বিক্রির বিরোধিতা করেছিলাম। সম্ভবত সেই আক্রোশেই ও আমাকে ডেকে নিয়ে আচমকা ছুরি মারে।”

ঘটনার পর ডিব্রুগড় থানায় এফআইআর দায়ের হলে পুলিশ অভিযুক্ত সুজিত শাহকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, “উভয় ক্ষেত্রেই তদন্ত চলছে। অভিযুক্তদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy