জুতো রেখে টাওয়ারে উঠেছিল প্রেমিক যুগল না চোর? তেহট্টে রহস্য! দমকল ও পুলিশের দীর্ঘ অনুসন্ধানেও মেলেনি হদিশ

নদিয়ার তেহট্টের চিলাখালি এলাকায় এক অদ্ভুত ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় একটি মোবাইল টাওয়ারের নিচে দু’জোড়া চটি পড়ে থাকতে দেখে প্রথমে টাওয়ারের কর্মী এবং পরে স্থানীয় বাসিন্দাদের মনে নানা সন্দেহের সৃষ্টি হয়। টাওয়ারের উপর কেউ উঠে আছে এই আশঙ্কায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে টাওয়ার সংলগ্ন এলাকায় দু’জোড়া চটি পড়ে থাকতে দেখেন টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত এক কর্মী। তাঁর আশঙ্কা হয় যে, সম্ভবত কোনো যুগল টাওয়ারের উপরে উঠেছেন। তিনি লাইট মেরে টাওয়ারের উপরে খোঁজ নেওয়ার চেষ্টা করলেও কাউকে দেখতে পাননি।

এই খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে টাওয়ারের কাছে ভিড় জমান বহু কৌতূহলী মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে অনুসন্ধান চালালেও কারও হদিশ মেলেনি। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকলকর্মীরাও টাওয়ারের উপরে উঠে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালান, তবে শেষ পর্যন্ত কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

তবে নিচে দু’জোড়া চটি পড়ে থাকা নিয়ে রহস্য থেকেই গিয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো কোনো প্রেমিক যুগল অসামাজিক কার্যকলাপ করার উদ্দেশ্যে টাওয়ারের উপরে উঠেছিল এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে সুযোগ বুঝে কোনো ফাঁকে টাওয়ার থেকে নেমে পালিয়ে যায়।

অন্যদিকে, টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মীর ধারণা, চুরির উদ্দেশ্যে কেউ টাওয়ারে উঠেছিল এবং পরে ধরা পড়ার ভয়ে পালিয়ে যায়। তিনি জানান, এর আগেও স্থানীয় অন্য একটি টাওয়ারে চুরির ঘটনা ঘটেছিল, যেখানে বেশ কিছু সামগ্রী খোয়া গিয়েছিল। এই ঘটনার পর টাওয়ার সংলগ্ন এলাকায় পাহারা আরও কড়াকড়ি করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy