আন্তর্জাতিক সোনা পাচার চক্রের দুই সদস্যকে প্রায় ১ কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নদিয়ার বিজয়মঠ এলাকা থেকে তাদের পাকড়াও করা হয়েছে। তাদের কাছ থেকে যে সোনা বাজেয়াপ্ত করা হয়েছে, তার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। বিএসএফ জওয়ানরা সন্দেহভাজন ওই দুই ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথায় অসঙ্গতি দেখা গেলে, তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাদের জুতোর সোল-এর ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।
জব্দ হওয়া সোনার পরিমাণ ও তার আনুমানিক মূল্য দেখে বিএসএফ কর্মকর্তারা হতবাক। এই ঘটনা থেকে স্পষ্ট যে, সোনা পাচারকারীরা নিত্যনতুন পদ্ধতি অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সোনা বিদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল। এর পেছনে একটি বড়সড় চক্র কাজ করছে বলে মনে করা হচ্ছে।
গ্রেফতারকৃত দুই পাচারকারীকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে এই পাচার চক্রের মূল হোতাদের সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের চোরাচালান রুখতে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হবে। এই সাফল্য বিএসএফ-এর পেশাদারিত্ব এবং সততার আরও একটি বড় প্রমাণ।