“জীবনে কোনও দিন কারও সঙ্গে কোনও প্রতারণা করিনি” : যুজবেন্দ্র চাহাল

একটা সময় ভারতীয় ক্রিকেটের ‘কিউট কাপল’ হিসেবে পরিচিত ছিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। সোশ্যাল মিডিয়ায় তাদের নানা ছবি ও রিলস ভক্তদের মন জয় করত। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর চাহালের ব্যক্তিগত জীবন যে গভীর সংকটের মধ্য দিয়ে গিয়েছিল, তা এবার অকপটে স্বীকার করলেন তিনি। সাধারণত মানসিকভাবে শক্ত এবং বুদ্ধিমান হিসেবে পরিচিত চাহাল, এই বিবাহবিচ্ছেদের পর এতটাই ভেঙে পড়েছিলেন যে আত্মহত্যার ভাবনাও তাঁর মনে এসেছিল। রাজ শামানির পডকাস্টে তিনি সেই কঠিন সময়ের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

‘প্রতারক’ তকমা ও মনের যন্ত্রণা:

যুজবেন্দ্র চাহাল বরাবরই দাবা খেলার কারণে তার তীক্ষ্ণ বুদ্ধি এবং মানসিক দৃঢ়তার জন্য পরিচিত। ক্রিকেট মাঠে, জাতীয় দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি বারবার সেই মানসিক কাঠিন্যের প্রমাণ দিয়েছেন। কিন্তু ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনিই হয়ে উঠেছিলেন চূড়ান্ত দুর্বল মানসিকতার। পডকাস্টে চাহাল জানান, “ডিভোর্সের পর আমাকে প্রতারক হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছিল। জীবনে কোনো দিন কারও সঙ্গে কোনো প্রতারণা করিনি। আমি কতটা বিশ্বাসযোগ্য, হয়তো প্রয়োজনের তুলনায় বেশি। ভালোবাসার মানুষদের সবটা উজাড় করে দিয়েছি।” এই মিথ্যা অপবাদ তাঁর মানসিক যন্ত্রণাকে আরও বাড়িয়ে তুলেছিল।

আত্মহত্যার ভাবনা ও লড়াই:

বিবাহবিচ্ছেদের বিষয়টি তাঁকে এতটাই বড় ধাক্কা দিয়েছিল যে, আত্মহত্যার ভাবনাও তাঁর মনে এসেছিল বলে তিনি স্বীকার করেন। চাহাল বলেন, “আমার মধ্যে আত্মহত্যার ভাবনাও এসেছিল। জীবনে আর কিছুই ভালো লাগছিল না। মনে হয়েছিল, সব শেষ। ক্লান্ত হয়ে পড়েছিলাম। রোজ কান্নাকাটি করতাম। দিনে খুব বেশি হলে ঘণ্টাদুয়েক করে ঘুমিয়েছি। প্রায় দেড় মাস এমন পরিস্থিতিতে কাটিয়েছি। অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে, মানসিক অবসাদে ভুগেছি। একমাত্র আমার কাছের লোকেরাই জানত, কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি।” এই স্বীকারোক্তি ভারতীয় ক্রিকেটে এবং তারকাদের ব্যক্তিগত জীবনে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পর্কের বর্তমান অবস্থা:

চাহাল জানান, তিনি এখনও যে পুরোপুরি নিজেকে গুছিয়ে নিতে পেরেছেন, তা নয়। নতুন কোনো সম্পর্কে রয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি না বললেও ঘুরিয়ে যেন তা অস্বীকারই করেন। তাঁর কথায়, “কোনো মেয়ের সঙ্গে দেখা মানেই সম্পর্ক জুড়ে দেওয়া রীতি হয়ে দাঁড়িয়েছে। আমার দুই বোন রয়েছে। মেয়েদের সম্মান করাটা জানি।”

যুজবেন্দ্র চাহালের এই অকপট স্বীকারোক্তি তার ভক্তদের পাশাপাশি অনেককেই বিস্মিত করেছে। একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে মাঠের বাইরের এমন ব্যক্তিগত লড়াইয়ের কথা জনসমক্ষে তুলে ধরা সত্যিই সাহসের কাজ। তাঁর এই অভিজ্ঞতা সমাজের অন্য মানুষদের, যারা একই ধরনের মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy