দেশজুড়ে উৎসবের মরশুম, অথচ ছুটির আমেজ নেই বিজেপির অন্দরে। ৮ থেকে ৮০ যখন বড়দিন আর বর্ষবরণের উদযাপনে ব্যস্ত, তখন দলের সাংসদ ও বিধায়কদের জন্য কড়া ফতোয়া জারি করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। স্পষ্ট বার্তা— কোনো অবসর যাপন নয়, বরং ২৫ ডিসেম্বর থেকে মাঠে নেমে আমজনতার সঙ্গে জনসংযোগ করতে হবে। মূল লক্ষ্য, সদ্য পাশ হওয়া ‘জি রাম জি’ (Ji Ram Ji) আইনের প্রচার করা।
সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীদের প্রবল আপত্তি উড়িয়েই ১০০ দিনের কাজের প্রকল্প (MGNREGA) সংশোধন করে ‘ভিবি জি রাম জি’ বিল পাশ করেছে মোদী সরকার। এই নতুন আইনের আওতায় কাজের গ্যারান্টি ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর রাজ্যসভায় মধ্যরাতে বিলটি পাশের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এতে স্বাক্ষর করেছেন। এখন এই আইনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই বড়দিনের ছুটিতে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতাদের।
তবে এই আইন ঘিরে শুধু বিরোধী শিবির নয়, খোদ বিজেপি শাসিত রাজ্য যেমন অসম, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও ক্ষোভের আঁচ মিলছে। ১০০ দিন কাজ দিতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ১২৫ দিন কীভাবে সম্ভব— সেই প্রশ্ন তুলছেন নেতাদের একাংশ। তাই বিরোধীদের পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি নিজের দলের শাসিত রাজ্যের মানুষের সংশয় দূর করাও এখন বিজেপি জনপ্রতিনিধিদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।