বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সামনে ‘জিহাদ’-এর আসল অর্থ ব্যাখ্যা করছেন—এই দাবিতে সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে শাহরুখকে মোদীর উপস্থিতিতে হিন্দিতে বলতে শোনা যায়, “আমি ইসলামিক ধর্মের মানুষ… আমাদের এখানে একটি শব্দ রয়েছে, জিহাদ, যার খুব অপব্যবহার করা হয়। জিহাদের চিন্তাভাবনা হচ্ছে আমাদের ভেতরকার অশুভ চিন্তাকে জয় করা, তার সাথে লড়াই করা। বাইরে রাস্তায় মানুষ হত্যা করাকে জিহাদ বলে না।”
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, শাহরুখ খান প্রধানমন্ত্রী মোদী এবং হিন্দুত্ববাদী আইটি সেলের সামনে দাঁড়িয়ে ‘জিহাদ’ শব্দের অপব্যবহারের বিরুদ্ধে মুখ খুলেছেন।
ফ্যাক্ট চেক এবং অনুসন্ধান:
বুম (BOOM) বাংলা দেখেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটি সম্পাদিত। ভাইরাল ভিডিওতে ব্যবহৃত দৃশ্য এবং অডিও ক্লিপ দুটি ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের।
১. মোদী-শাহরুখের দৃশ্য: শাহরুখ খান এবং প্রধানমন্ত্রী মোদীর যে দৃশ্যটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে, তা ২০১৯ সালের ১৯ অক্টোবর রেকর্ড করা হয়েছিল। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী তাঁর বাসভবনে আমির খান, শাহরুখ খান, কঙ্গনা রানাওয়াত-সহ চলচ্চিত্র তারকাদের সঙ্গে বৈঠক করেছিলেন। এই অনুষ্ঠানের আসল ভিডিওতে দেখা যায়, শাহরুখ সেখানে স্বচ্ছতা অভিযানের প্রশংসা করেন এবং মহাত্মা গান্ধী ২.০-এর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। সেখানে তিনি ‘জিহাদ’ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
২. শাহরুখের ‘জিহাদ’ মন্তব্য: শাহরুখ খানের কণ্ঠস্বরটি অন্য একটি অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, এই বক্তব্যটি ২০১১ সালের ১৭ নভেম্বর পুনেতে ‘দ্য সোর্স: পাওয়ার অফ হ্যাপি থটস’ নামক একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে শাহরুখ ধর্মীয় ধারণা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জিহাদ মানে নিজের ভেতরের নেতিবাচক বা অশুভ চিন্তার বিরুদ্ধে লড়াই করা, রাস্তায় হিংসা ছড়ানো নয়।
সিদ্ধান্ত:
দুটি সম্পূর্ণ ভিন্ন সময়ের অনুষ্ঠানের ভিডিও ক্লিপ ও অডিও জোড়া লাগিয়ে ভুল তথ্যসহ ভিডিওটি ছড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সামনে শাহরুখ খানের ‘জিহাদ’ নিয়ে মন্তব্য করার দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন।