কলকাতার পাটুলি এলাকায় জাল নোটের এক বড়সড় চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল ও আসল নগদ টাকা। তবে সবচেয়ে বড় সাফল্য এসেছে একটি জাল নোট তৈরির কারখানার হদিশ পাওয়ায়। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল নোট তৈরির অত্যাধুনিক সরঞ্জাম।
অপারেশন ও গ্রেফতারি: বুধবার বিকেলে পাটুলি থানা এলাকায় অভিযান চালিয়ে এসটিএফ তিন সন্দেহভাজনকে আটক করে। তল্লাশিতে তাদের কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকার জাল নোট উদ্ধার হয়। ধৃতরা হলেন—সোনারপুরের বাসিন্দা অলোক নাগ (৫৮), অয়ন নাগ (৩৩) এবং টিটাগড়ের শ্যাম বাবু পাসওয়ান। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা রুজু করে তাদের জেরা করতেই বেরিয়ে আসে বিস্ফোরক তথ্য।
ভাড়া বাড়িতে জাল নোটের কারখানা: ধৃতদের বয়ানের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সোনারপুরের তেঘোরিয়ায় একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। অলোক নাগ ওই বাড়িটি কারখানা হিসেবে ব্যবহার করছিলেন। সেখান থেকে উদ্ধার হয় তিনটি কালার প্রিন্টার-কাম-স্ক্যানার, জাল নোট তৈরির বিশেষ কাগজ এবং টেমপ্লেট হিসেবে রাখা আসল নোট। অবাক করার মতো বিষয় হলো, নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য (Security Thread) নকল করার জন্য সেখানে নয়টি বিশেষ সবুজ চকচকে কলমও পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, এখান থেকে আরও ১৫,২০০ টাকার জাল নোট এবং ২২,০০০ টাকার আসল টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের ২৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।