জল সরবরাহের পাইপলাইনে ফাঁটল! কামারহাটির ১০ নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ, কেন আতঙ্কিত বাসিন্দারা?

কামারহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড জুড়ে জন্ডিসের প্রকোপ ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। একাধিক বাসিন্দা এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে কামারহাটি পৌরসভা ও জেলা স্বাস্থ্য দফতর।

পৌরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য শ্যামল চক্রবর্তী আক্রান্ত অঞ্চলগুলিতে পরিদর্শনে নেমেছেন।

জল দূষণেই রোগ ছড়াচ্ছে
শ্যামল চক্রবর্তী জানিয়েছেন, প্রাথমিক পরিদর্শনে এলাকার বিভিন্ন স্থানে জল সরবরাহের পাইপলাইনে লিকেজ ও নিকাশি ব্যবস্থার সমস্যা চিহ্নিত হয়েছে।

বিশেষত কালাচাঁদ স্কুল থেকে মৌসুমী মোড় পর্যন্ত রাস্তার ধারে একটি পাইপলাইনে ফাঁটল ধরা পড়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই স্থান থেকেই নিকাশির জল মিশে দূষণ ছড়িয়ে পড়তে পারে।

শ্যামল চক্রবর্তী জানান, “পুরনো অ্যাসবেস্টার পাইপ বদলে নতুন পিভিসি পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। কোথাও যেন দূষণ না ছড়ায়, সে বিষয়টি আমরা নজরে রাখছি।” পাশাপাশি, বিভিন্ন জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পৌরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের পদক্ষেপ
আক্রান্তদের চিকিৎসা ও এলাকার মানুষকে সচেতন করতে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে ক্লাবগুলির সহায়তায় স্বাস্থ্য শিবির চালু করা হয়েছে।

এছাড়াও, জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য আধিকারিকরাও এলাকায় শিবির করছেন এবং নাগরিকদের ফুটানো জল পান করার পরামর্শ দিচ্ছেন।

স্থানীয়দের ক্ষোভ ও কর্তৃপক্ষের আশ্বাস
জল সরবরাহ ব্যবস্থার দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল সাহা বলেন, “পুরো পরিস্থিতির ওপর আমাদের কড়া নজর রয়েছে। দ্রুত পাইপলাইন পরিবর্তনের কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।”

তবে স্থানীয় সাধারণ মানুষের প্রশ্ন, জলই যদি দূষিত হয়, তবে আগামী দিনে তারা কীভাবে সুস্থ থাকবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy