“জল জীবন মিশনের টাকা গেছে আইপ্যাকের অ্যাকাউন্টে”- ফের বিস্ফরোক শুভেন্দু

আইপ্যাক (I-PAC) কাণ্ডে ইডি-র তল্লাশি এবং তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কর্মসূচীকে কেন্দ্র করে আজ সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যেমন রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে আইনি লড়াই শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে।

আজকের পরিস্থিতির গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিচে দেওয়া হলো:

১. রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আইপ্যাক দফতর ও প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদে আজ কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • সময়: দুপুর ২টো।

  • রুট: যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে।

  • ব্লকস্তরে প্রতিবাদ: শুধুমাত্র কলকাতাতেই নয়, আজ রাজ্যের প্রতিটি ব্লকেও প্রতিবাদ মিছিলের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

২. ইডি বনাম আইপ্যাক: হাইকোর্টে শুনানি

আইপ্যাকের অফিসে ইডি-র তল্লাশি এবং নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগ সংক্রান্ত মামলাটি আজ কলকাতা হাইকোর্টে উঠবে। ইডি ইতিমধ্যেই অভিযোগ করেছে যে, মুখ্যমন্ত্রী এবং পুলিশ তদন্তে বাধা দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও হার্ড ডিস্ক সরিয়ে ফেলেছেন। আদালত এই বিষয়ে কী পর্যবেক্ষণ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

৩. শুভেন্দু অধিকারীর কড়া আক্রমণ (লাইভ আপডেট)

বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেছেন।

  • আস্থার প্রশ্ন (১২:২৪ PM): শুভেন্দু বলেন, “ইডির উপর পশ্চিমবঙ্গের মানুষের আস্থা বেড়ে গেল। এরপর কোর্ট বলবে।”

  • আর্থিক তছরুপের অভিযোগ (১২:২১ PM): তিনি আরও বিস্ফোরক দাবি করেছেন যে, “জল জীবন মিশনের টাকা গায়েব করে আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এছাড়া হাওয়ালার টাকা গোয়ার ভোটে ব্যবহার করা হয়েছে।”

৪. গতকালের প্রেক্ষাপট

বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিলে সশরীরে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, “ইলেকশনের আগে অমিত শাহের ইডি আমাদের পার্টির স্ট্র্যাটেজি, প্ল্যান এবং প্রার্থী তালিকা চুরি করতে চাইছে।” সেখান থেকে তিনি নিজের হাতে হার্ড ডিস্ক ও ফাইল নিয়ে বেরিয়ে আসেন এবং পরে সল্টলেক আইপ্যাক অফিসে ৪ ঘণ্টা অবস্থান করেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy