টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়-এর প্রেম ও দাম্পত্য সবসময়ই শিরোনামে। আজ, বুধবার, সোহিনী সরকারের জন্মদিনে স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার কথা লিখে খোলা চিঠি দিলেন শোভন।
সোহিনীর সঙ্গে একগুচ্ছ অন্তরঙ্গ ছবি শেয়ার করে শোভন গঙ্গোপাধ্যায় লিখেছেন, “তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত, জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে।” স্ত্রীকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি উল্লেখ করে গায়ক লেখেন, “জীবনে কিছু ভাল করার সুবাদে মেয়েটাকে পাওয়া, আর ছাড়ে কে! আজ আমার রাজকন্যার জন্মদিন।”
ছবিগুলিতে দেখা যাচ্ছে, কখনও তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছেন, কখনও আবার ঘরোয়া পুজো বা অনুষ্ঠানে দুজন একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শোভনের এই আবেগঘন পোস্টের পর থেকেই সোহিনীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
আসছে সোহিনীর নতুন কাজ: ‘কার্মা কোর্মা’ ও ‘ফেরা’
জন্মদিনের দিনে সোহিনীর কাজ নিয়েও এল দারুণ খবর। কাজের ক্ষেত্রে বেশ ব্যস্ত সময় কাটছে তাঁর:
ওয়েব সিরিজ ‘কার্মা কোর্মা’: অভিনেত্রী শীঘ্রই হাজির হচ্ছেন নতুন ওয়েব সিরিজ ‘কার্মা কোর্মা’ নিয়ে, যা পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত। এই সিরিজে সোহিনী ছাড়াও মুখ্যভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী। গল্পটি দুটি নারীর বন্ধুত্বকে ঘিরে, যাদের একজন সোশ্যালাইট এবং অপরজন গৃহবধূ। একটি কুকিং ওয়ার্কশপে তাদের বন্ধুত্ব শুরু হলেও, সেই সম্পর্ক কীভাবে অন্ধকারের দিকে মোড় নেয়, তা নিয়েই এগোবে সিরিজের গল্প।
নতুন সিনেমা ‘ফেরা’: সম্প্রতি নন্দী মুভিজ় (Nandi Movies)-এর নতুন সিনেমা ‘ফেরা’-র ঘোষণাও হয়েছে। এই ছবিতেও সোহিনীকে ফের একবার ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র (Sanjay Mishra), যিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ছবিতে জীবনের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই পুরুষ ঘটনাচক্রে এক ছাদের তলায় এসে দাঁড়ায়।
আগামী দিনে তাঁর এই দুটি নতুন কাজ নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে।