টানা চার বছর ধরে হাঁটুসমান জলে ডুবে থাকার প্রতিবাদে আজ রাজপুর-সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামের কয়েকশ বাসিন্দা পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর এবং পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায় দুই হাজার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে পৌরসভার গেটে জড়ো হয়ে “উন্নয়নের টাকা কোথায় গেল? জবাব দাও!” স্লোগান দেন। তাদের অভিযোগ, গত চার বছরে ড্রেনেজ ব্যবস্থা বা জল বের করার কোনো পাম্পিং সিস্টেম তৈরি করা হয়নি। এর ফলে জমে থাকা জলে মশা, সাপ এবং নানা ধরনের রোগের উপদ্রব বেড়েছে। শিশুরা অসুস্থ হচ্ছে, বয়স্করা বাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন এবং কর্মহীন মানুষ বাড়িতে বসে রয়েছেন।
ক্ষুব্ধ বাসিন্দারা বলেন, “আমরা কি মানুষ না কি আবর্জনা? চার বছর ধরে এই নরকযন্ত্রণায় বসবাস করছি, কিন্তু কোনো কাজ হয়নি।” তাদের মতে, কাউন্সিলর শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেননি।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, “এলাকায় ড্রেনেজ সিস্টেম না থাকায় জল জমে থাকে। ড্রেনেজ তৈরির জন্য ২-৩ কোটি টাকার প্রয়োজন, যা আমাদের সীমিত ক্ষমতার বাইরে। তাই কাজ শুরু করতে দেরি হচ্ছে।”
তবে এই জবাবে বিক্ষোভকারীরা সন্তুষ্ট নন। তাদের স্পষ্ট বক্তব্য, “ক্ষমতা সীমিত হলেও দায়িত্ব ছিল তোমাদের। আমাদের চার বছরের দুর্ভোগের জবাব চাই। আর কোনো আশ্বাস নয়, এবার কাজ চাই। কাজ না হলে আমাদের গণআন্দোলন চলবে।” এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।