কলকাতা হাইকোর্টের নির্দেশে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ এবং বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হওয়ায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দ্রুত শুনানির আবেদন করা হয়েছে শীর্ষ আদালতে। রাজ্য সরকারের এই আবেদন গৃহীত হয়েছে এবং আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।
গত ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় রাজ্যের নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি তোলেন। তিনি তার রায়ে জানান, গত বছর ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্যের ওবিসি তালিকা খারিজ হয়ে গেছে। তাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে অবশ্যই সেই তালিকা পুনর্মূল্যায়ন করতে হবে এবং শুধুমাত্র ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্রকে মান্যতা দিতে হবে।
হাইকোর্টের নির্দেশের ফলে, ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরি অনুযায়ী তৈরি হওয়া মেধাতালিকা প্রকাশ করা যাবে না। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, ৭ শতাংশ সংরক্ষণের ভিত্তিতে নতুন করে ওবিসি তালিকা তৈরি করতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পরই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে, রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে।
মঙ্গলবার, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানায় রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে, হাইকোর্টের এই নির্দেশের ফলে শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স নয়, বরং বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে। শীর্ষ আদালত রাজ্যের আবেদনটি গ্রহণ করেছে এবং বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
রাজ্যের এই পদক্ষেপের ফলে হাজার হাজার পরীক্ষার্থী এবং চাকরিপ্রার্থী নতুন করে আশার আলো দেখছেন। সুপ্রিম কোর্টের রায় কী হয়, তার উপর নির্ভর করছে এই সমস্ত নিয়োগ এবং পরীক্ষার ভবিষ্যৎ। এই মামলার রায় শিক্ষাব্যবস্থা এবং সংরক্ষণ নীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করা হচ্ছে।