জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার (Land for Job Scam) বহুচর্চিত মামলায় এবার চরম বিপাকে আরজেডি (RJD) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত লালু, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদবসহ মোট ৪১ জনের বিরুদ্ধে দুর্নীতির চার্জ গঠন করল। আদালতের এই কড়া পদক্ষেপের পর লালু পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।
“অপরাধ চক্রের মতো কাজ করেছে পরিবার”
এদিন মামলার শুনানি চলাকালীন বিশেষ বিচারক বিশাল গোগনে অত্যন্ত চাঞ্চল্যকর পর্যবেক্ষণ দেন। তাঁর মতে, লালুপ্রসাদ যাদব এবং তাঁর পরিবার একটি সুসংগঠিত ‘অপরাধ চক্রের’ (Crime Syndicate) মতো কাজ করেছে। সিবিআই-এর পেশ করা চার্জশিট খতিয়ে দেখে আদালতের ইঙ্গিত— এই গোটা ষড়যন্ত্রের কেন্দ্রে ছিলেন খোদ লালুপ্রসাদ।
কী এই ল্যান্ড ফর জব স্ক্যাম?
অভিযোগের সূত্রপাত ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে, যখন লালুপ্রসাদ যাদব দেশের রেলমন্ত্রী ছিলেন।
-
অভিযোগ: রেলের গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার বদলে প্রার্থীদের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি লিখিয়ে নেওয়া হয়েছিল।
-
তদন্ত: ২০২২ সালের ১০ অক্টোবর সিবিআই এই মামলায় প্রথম চার্জশিট জমা দেয়।
-
অভিযুক্ত: ৯৮ জনের নাম তালিকায় থাকলেও, এদিন আদালত ৫২ জনকে অব্যাহতি দিয়েছে। তবে লালু, রাবড়ি দেবী, তেজস্বী যাদব এবং মেয়ে মিশা ভারতীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুরনো ক্ষতে নতুনের প্রলেপ
পশুখাদ্য কেলেঙ্কারিতে (Fodder Scam) জেল খাটার পর লালুপ্রসাদের জন্য এই মামলাটি বড় ধাক্কা। বিশেষ করে ২০২৬-এর রাজনৈতিক আবহে তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন বিহারের মহাজোটের জন্য যথেষ্ট অস্বস্তিকর। সিবিআই-এর দাবি, এই চক্রের মাধ্যমে লালু পরিবার কয়েক কোটি টাকার স্থাবর সম্পত্তি হাতিয়ে নিয়েছে।