“জমা জলে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার”-বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

মঙ্গলবার দুপুরে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ৮ রামচরণ শেঠ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ৪০ বছর বয়সী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম যুগল দাস, যিনি উত্তর প্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে হাওড়াতেই থাকতেন। পেশায় তিনি মালবাহক ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রামচরণ শেঠ রোডের একটি ফ্ল্যাট থেকে আলমারি নামানোর কাজ চলছিল। সেই সময়ে হঠাৎই বিদ্যুতের একটি তার ছিঁড়ে ফ্ল্যাটের নীচে থাকা লোহার গেটের ওপর পড়ে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে ফ্ল্যাটের নীচে জল জমেছিল এবং সেই জমা জলের মধ্যে লোহার গেটের একাংশ ডুবে ছিল। যুগল দাস যখন সেই জমা জলের কাছে পৌঁছান, তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

পুলিশের তৎপরতা:

খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরে সিইএসসি-র কর্মীরা এসে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ফ্ল্যাটের মালিকের প্রতিক্রিয়া:

যে ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে, তার বাসিন্দা স্বপন রায় জানান, “কিছু জিনিসপত্র হুগলির খানাকুলে পাঠানোর জন্য আমি একজন পোর্টার (মালবাহক) ভাড়া করেছিলাম। আলমারি নামানোর সময় বিদ্যুতের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে।”

হাওড়া পুরসভার বক্তব্য:

হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “ঘটনাটি আমার কানে এসেছে। যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে, তাই আমি সকলকে আরও বেশি সচেতন থাকার জন্য অনুরোধ করব।”

এই ঘটনায় এলাকার বাসিন্দারা শোকাহত এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy