জন্ম থেকেই এক পা নেই, তবুও থামেননি! SIR-এর চাপে BLO মৃত্যুর মধ্যেই দৃষ্টান্ত গড়লেন বাঁকুড়ার শোভানারা বায়েন

কথায় আছে, ‘ইচ্ছে থাকলে উপায় হয়’। এই প্রবাদটি আরও একবার প্রমাণ করে দেখালেন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের জামশুলির আইসিডিএস কর্মী তথা বিশেষ সক্ষম BLO শোভানারা বায়েন। একদিকে যখন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজের অতিরিক্ত চাপে রাজ্যের বিভিন্ন প্রান্তে BLO-দের অসুস্থ হওয়া বা মৃত্যুর অভিযোগ উঠছে, ঠিক তখনই এক পা না থাকা সত্ত্বেও তিনি প্রায় ৯৯ শতাংশ SIR-এর কাজ সম্পন্ন করে এক নজির গড়লেন।

প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলা

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভানারা বায়েন জানান, তাঁর শারীরিক সমস্যা থাকলেও কমিশনের নির্দেশ পালনে তিনি বদ্ধপরিকর।

“সর্বপ্রথম এটা হচ্ছে কমিশনের নির্দেশ। এটা আমাদেরকে মানতে হবে। যথাযথভাবে পালন করতে হবে। যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, সেটাকে এড়িয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার শারীরিক প্রবলেম আছে। কিন্তু ওনাদের নির্দেশ আমাকে মানতেই হবে। সকলকেই মানতে হবে।”

তিনি নিশ্চিত করেন যে, তাঁর আওতাভুক্ত এলাকার ৯৯ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

কষ্ট হলেও মানুষের পাশে থাকার বার্তা

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে এই কঠিন কাজ কীভাবে করছেন, এই প্রশ্নের উত্তরে শোভানারা বায়েন বলেন, কাজটা কষ্টসাধ্য হলেও তা কর্তব্য।

“কষ্ট হয়, কিন্তু তবুও তো আমাকে এগিয়ে যেতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে আমাকে… সেন্টার সেরে বাড়িতে যাই। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি ফিল্ডে। ফিল্ডের কাজ চারটে পর্যন্ত। তারপরে বাড়ি এসে, চান করে খেয়ে দেয়ে, আবার আপলোড করতে হয়।”

শোভানারা বায়েন কঠিন পরিস্থিতিতে নিজের অদম্য মানসিকতা এবং কর্তব্যনিষ্ঠা দিয়ে রাজ্যের অন্যান্য কর্মীদের জন্য নিঃসন্দেহে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy