জঙ্গিদমন অভিযানের মধ্যেই বাড়ছে উদ্বেগ, শ্রীনগর থেকে নিখোঁজ BSF জওয়ান

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে পোস্টিং চলাকালীন নিখোঁজ হয়েছেন এক বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার গভীর রাতে পন্থাচকের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর থেকে সুগম চৌধুরী নামের ওই জওয়ান নিখোঁজ হন। এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার সন্ধানে একটি বড়সড় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

বিএসএফ সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে জওয়ান নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা আশেপাশে তল্লাশি শুরু করেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা বাহিনী জঙ্গিদমন অভিযানে সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। গত ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিগত কয়েক মাসে সেনা ও পুলিশের যৌথ অভিযানে একাধিক জঙ্গি নিহত হয়েছে। সম্প্রতি, পহেলগাম হামলার মূল চক্রীকেও ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে শ্রীনগরের দাচিগাঁও এলাকায় নিকেশ করা হয়। এরপরই পুঞ্চ সেক্টরে শুরু হওয়া ‘অপারেশন শিবশক্তি’-তে আরও দুই জঙ্গিকে খতম করা হয়।

তথ্য অনুযায়ী, গত ১০০ দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ১২ জন জঙ্গি নিহত হয়েছে, যার মধ্যে ছয় জন পাকিস্তানি এবং বাকিরা স্থানীয় জঙ্গি। এছাড়া, একাধিক জঙ্গি সহযোগী ও সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই সব সফল অভিযানের মাঝেই এক বিএসএফ জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। জওয়ান সুগম চৌধুরীকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy