চীন ভ্রমণ সহজ হলো! দিল্লির সঙ্গে ওয়াশিংটনের দূরত্ব বাড়তেই কি বেজিংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে ভারত?

গালওয়ান সংঘর্ষ এবং করোনা অতিমারীর কারণে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হতে চলেছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার পরপরই ইন্ডিগো (IndiGo) এ বিষয়ে ঘোষণা করেছে। ইন্ডিগো জানিয়েছে, ২৬ অক্টোবর থেকেই তারা এই পরিষেবা শুরু করার পরিকল্পনা করছে।

দীর্ঘদিন ধরে উভয় দেশের মধ্যে যে উত্তেজনার আবহ ছিল, তা কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো।

সম্পর্ক স্বাভাবিক করার পথে অগ্রগতি
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “এই বছরের শুরু থেকেই, ভারত ও চিনের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার লক্ষ্যে, দুই দেশের অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করার এবং একটি সংশোধিত বিমান পরিষেবা চুক্তির বিষয়ে প্রযুক্তিগত পর্যায়ে আলোচনা করছে।”

রাজনৈতিক প্রেক্ষাপট: গত ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে, এই বৈঠকের পরই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে বড়সড় পদক্ষেপ নেওয়া হলো।

ডোকালাম সঙ্কট এবং করোনা অতিমারীর জেরেই মূলত উভয় দেশের মধ্যে বিমান পরিষেবা স্থগিত হয়ে যায়।

গালওয়ান সংঘর্ষের তিক্ততা
প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে অশান্তি বাড়তে বাড়তে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে চিনা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছিল। গালওয়ান সংঘর্ষের জেরেই ভারত-চিনের বোঝাপড়া তলানিতে এসে ঠেকে। এরপরও লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত লাগাতার চিনা আগ্রাসনের খবর সামনে এসেছে।

তবে সাম্প্রতিককালে পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে। বেজিং-দিল্লি বিমান যেমন নতুন করে চালু হচ্ছে, তেমনি চিনে যাওয়ার ভিসাও এবার ভারতের তরফে আবার শুরু করা হচ্ছে বলে খবর।

ওয়াশিংটন-দিল্লি দূরত্ব?
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সিদ্ধান্তের পিছনে অন্য একটি কূটনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই আমেরিকা যে শুল্ক যুদ্ধ ভারতের সঙ্গে শুরু করেন, তার জেরে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের দূরত্ব বাড়তে শুরু করেছে। প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও বলেছেন, ট্রাম্প ও মোদির সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বেজিংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে নজর দিচ্ছে ভারত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy