২০২৫ সালের মে মাসে পাকিস্তানের মাটিতে ভারতীয় বিমান বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর পরই আন্তর্জাতিক মঞ্চে রাফাল যুদ্ধবিমানকে (Rafale Fighter Jet) কোণঠাসা করার জন্য এক বিরাট সাইবার চক্রান্ত শুরু করে চিন। সম্প্রতি প্রকাশিত আমেরিকান গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই চক্রান্তের প্রধান উদ্দেশ্য ছিল ফ্রান্সের তৈরি শক্তিশালী রাফালকে বিশ্ব বাজারে ব্যর্থ প্রমাণ করে নিজেদের নতুন জে-৩৫ (J-35) যুদ্ধবিমান বিক্রি করা।
এই চক্রান্তে বেজিংয়ের সঙ্গী হয় পাকিস্তানও। তাদের মন্ত্রীরা প্রকাশ্যে দাবি করতে থাকেন যে, ভারতীয় রাফাল যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে পাকিস্তানি বিমান বাহিনী।
🤖 AI দিয়ে রাফালের ভুয়ো ছবি ভাইরাল
আমেরিকান গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, চিন এই অপপ্রচার চালানোর জন্য হাজার হাজার ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছিল। এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর সাহায্যে তৈরি রাফাল যুদ্ধবিমানের টুকরো টুকরো ছবি ভাইরাল করা হয়।
-
প্রচার কৌশল: ভুয়ো ছবিগুলি দেখিয়ে চিন প্রমাণ করতে চেয়েছিল যে রাফাল আদৌ সুরক্ষিত বা নিরাপদ নয়। তারা এই ছবি ব্যবহার করে এমন মিথ্যা প্রচারও করে যে পাকিস্তানের যুদ্ধবিমান ভারতীয় রাফালকে ভূপতিত করেছে।
-
দেশীয় চক্রান্ত: রিপোর্টে আরও প্রকাশ, চিন কেবল বিদেশে নয়, ভারতের অভ্যন্তরেও এই মিথ্যা ছড়িয়েছিল। তাদের লক্ষ্য ছিল দেশের মানুষের মধ্যে সরকারের ভূমিকা নিয়ে অবিশ্বাস ও সংশয়ের বাতাবরণ তৈরি করা। সেই সময় দেশের বহু মানুষ সোশ্যাল মিডিয়ার এই প্রচার দেখে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছিল।
✅ ভারতের অবস্থান: রাফালের আঁচড়ও লাগেনি!
চিন ও পাকিস্তানের এত বড় সাইবার চক্রান্ত সত্ত্বেও ভারতীয় বিমান বাহিনী (IAF) নিজেদের অবস্থানে অনড় ছিল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সাফ জানানো হয় যে, ভারতীয় বিমান বাহিনীর সমস্ত রাফাল যুদ্ধবিমান নিরাপদ আছে। অপারেশনের সময় মাত্র তিনটি মিগ-২১ (MiG-21) যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাফালের গায়ে একটা আঁচড়ও পড়েনি।
সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সরকারের উচিত রাফাল নিয়ে যারা মিথ্যা ছড়িয়েছিল, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা এবং সাধারণ মানুষকে তথ্য যাচাইয়ে আরও সচেতন করা।
💰 চক্রান্ত ব্যর্থ: ইউক্রেন কিনছে ১০০টি রাফাল
চিন ও পাকিস্তানের মিথ্যা প্রচার রাফালের বিশ্বাসযোগ্যতা কমাতে পারেনি। এই ঘটনার পরই রাফালের আন্তর্জাতিক চাহিদা আরও বেড়েছে।
সম্প্রতি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছেন যে ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান বিক্রির চুক্তি সম্পন্ন হয়েছে। ২০৩৫ সালের মধ্যে এই যুদ্ধবিমানগুলি ইউক্রেনকে দেওয়া হবে। এই চুক্তি প্রমাণ করে যে রাফাল বিশ্বজুড়ে একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও শক্তিশালী যুদ্ধবিমান হিসেবেই সমাদৃত।