গুজরাতের সুরতে একটি চাঞ্চল্যকর ঘটনায়, নিজের বৌমার বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করার খবর পুলিশকে দিয়ে দিলেন শ্বশুরমশাই। এরপর পুলিশ হোটেল থেকে দুই তরুণী ও চার জন পুরুষকে গ্রেফতার করে। ধৃত দুই তরুণীর মধ্যে একজন হলেন ওই ব্যক্তির পুত্রবধূ। গুজরাটে মদ্যপান নিষিদ্ধ হওয়ায়, মদের বোতলসহ তাঁদের সবাইকে আটক করা হয়েছে।
‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি সুরাত পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে জানান যে, উইকএন্ড ডেস্টিনেশন হোটেলের ৪৪৩ নম্বর ঘরে তাঁর পুত্রবধূ বন্ধুদের নিয়ে পার্টি করছেন। এই খবর পেয়েই দুমাস থানার পুলিশ ওই নির্দিষ্ট ঘরে হানা দেয় এবং মদের বোতল ও গ্লাস উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত ৬ জনই অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন। তাঁদের মধ্যে দুই তরুণীর বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে এবং তাঁরা পেশায় শিল্পী। বাকি চার জন পুরুষ পেশায় ব্যবসায়ী।
পুলিশের তদন্তে উঠে এসেছে যে, ওই ব্যক্তির ছেলের সঙ্গে তাঁর পুত্রবধূর বেশ কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। বৌমাকে ‘শিক্ষা’ দিতেই শ্বশুরমশাই তাঁর পিছু নেন এবং হোটেলের ঘরে পার্টির খবর পেয়ে পুলিশকে জানান। এরপর ধৃতদের মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের প্রত্যেকের রক্তে মদের উপস্থিতি পাওয়া যায়। এই ঘটনাটি সুরতের স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।