চাকরির প্রলোভনে নারী পাচার চক্র ভেস্তে দিল এসএসবি, ভারত-নেপাল সীমান্তে উদ্ধার ৭ নেপালী তরুণী

চাকরির লোভ দেখিয়ে নেপাল থেকে ভারতে নারী পাচারের একটি বড়সড় পরিকল্পনা ভেস্তে দিল সীমান্ত সুরক্ষা বল (এসএসবি)। শুক্রবার রাতে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি বাজারে অভিযান চালিয়ে এসএসবি দু’জন পাচারকারীকে গ্রেফতার করেছে এবং একজন নাবালিকা সহ মোট সাতজন নেপালী তরুণীকে উদ্ধার করেছে। এই ঘটনা আবারও ভারত-নেপাল সীমান্তে সক্রিয় মানব পাচার চক্রের বিষয়টি সামনে আনল।

এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানির কুইক রেসপন্স টিম (কিউআরটি) গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। ভারত-নেপাল সীমান্তের প্রায় ১৫০ মিটার ভিতরে পানিট্যাঙ্কি বাজার এলাকা থেকে একটি চারচাকা গাড়ি আটকানো হয়। গাড়িটি তল্লাশি চালিয়ে পাচারের শিকার হওয়া তরুণীদের উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বারবার সক্রিয় পাচার চক্র:
প্রসঙ্গত উল্লেখ্য, গত প্রায় এক মাসের মধ্যে উত্তরবঙ্গ থেকে শতাধিক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচারের ছক কষেছিল মানব পাচারকারীরা। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন মোট দু’বার এই ধরনের পাচারের পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ করে যে, মানব পাচারকারীরা এখনও সক্রিয় এবং নতুন নতুন ফাঁদ পেতে সরলপ্রাণ তরুণীদের পাচারের চেষ্টা চালাচ্ছে।

এসএসবি-র এই সফল অভিযান সীমান্ত সুরক্ষায় তাদের সক্রিয় ভূমিকার প্রমাণ। উদ্ধার হওয়া তরুণীদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গ্রেফতারকৃত পাচারকারীদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা রুজু করে ঘটনার মূল চক্রীদের ধরতে তদন্ত শুরু হয়েছে। এই ধরনের অভিযানগুলি মানব পাচারের মতো জঘন্য অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy